header banner

অশোক ও শঙ্করের বিরুদ্ধে লড়াইয়ে পাহাড়ে গৌতমেই আস্থা তৃণমূলের

article banner

একসময় কলকাতা ও পশ্চিমবনঙ্গের বুকে দাপিয়ে রাজনীতি করে গেছেন। তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ তিনি। যদিও বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে ব্যার্থ হয়েছেন, তবুও পাহাড়ে দলের সংগঠনের দায়িত্ব তার কাঁধেই দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অশোক-শঙ্করকে মাত দিতে সেই গৌতমেই ভরসা রাখছে তৃণমূল! প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন একাধিক দলবদলু। কিছুদিন আগেও যাঁদের নানা সময় হারাতে চেয়েছে রাজ্যের শাসক দল, শিলিগুড়ি পুরসভার প্রার্থী তালিকায় এবার তাঁদেরই ভিড়। প্রত্যাশিতভাবেই দলের অন্দরে বইছে ক্ষোভের চোরাস্রোত!


প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। এই তালিকায় ঠাঁই হয়েছে গৌতম দেবের। এক সময়ের মন্ত্রী গৌতম পুরসভার প্রাক্তন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। শিলিগুড়ি পুরসভার ভোটে তৃণমূলের মেয়র মুখ তিনিই। আর বামেদের মেয়র পদপ্রার্থী সিপিএমের অশোক ভট্টাচার্য। বিজেপির মুখ আবার বিধায়ক শঙ্কর ঘোষ। এই জোড়া ‘মুখ’-এর বিরুদ্ধেই লড়তে হবে গৌতমকে। 

{link}
তৃণমূলের এবারের প্রার্থী তালিকায় রয়েছে গুচ্ছ চমক। এর মধ্যে প্রধান হল বেশ কয়েকজন দলবদলুকে প্রার্থী করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলরকে। টিকিট পাননি না জেলার প্রথম সারির কয়েকজন নেতাও। রাজ্য ও জেলার একাধিক সাংগঠনিক পদে থাকা কয়েকজন নেতাকে এবার প্রার্থী করা হয়েছে।
মেয়র পদপ্রার্থী গৌতমকে প্রার্থী করা হয়েছে ৩৩ নম্বর ওয়ার্ডে। ১৫ নম্বর ওয়ার্ডে লড়ছেন প্রশাসক বোর্ডের প্রাক্তন সদস্য রঞ্জন সরকার। ২৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক প্রতুল চক্রবর্তী। আর খোদ অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের টিকিটে লড়ছেন মহম্মদ আলম। টিকিট না পেয়ে গত পুরভোটে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। 

{link}
প্রার্থী তালিকায় ঠাঁই হয়েছে একাধিক দলবদলুরও। প্রাক্তন বাম নেতা তথা ডেপুটি মেয়র রামভজন মাহাত, মেয়র পারিষদ কমল আগরওয়াল, পরিমল মিত্র, বিজেপির টিকিটে জেতা প্রাক্তন কাউন্সিলর খুশবু মিত্তল, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পিন্টু ঘোষ, জয়ন্ত সাহা, সিপিএমের তাপস চট্টোপাধ্যায় এবং প্রীতিকণা বিশ্বাসকে টিকিট দেওয়া হয়েছে। ৩৬ জন নতুন মুখকেও জায়গা দেওয়া হয়েছে প্রার্থী তালিকায়। কিন্তু প্রশ্ন হচ্ছে একসময় অশোক ভট্টাচার্যের হাত ধরে সিপিআইএম-এর শক্ত ঘাঁটি হয়ে উঠেছিল এই পাহাড়। সেই পাহাড়েই পদ্ম ফোঁটাতে সক্ষম হয়েছে বিজেপি। পুরসভা নির্বাচনে এসবের মাঝ থেকে নিজেদের দাপট গড়ে তুলে জয়লাভ করতে সক্ষম হবে তৃণমূল?  
{ads}

news politics Goutam Deb tmc Trinamool Congress North Bengal Darjeeling West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :