header banner

মুখ্যমন্ত্রী থাকেন টালির চালের ঘরে, অথচ তাঁর ভাইয়ের স্ত্রী কোটি টাকার সম্পত্তির মালিক!

article banner

মুখ্যমন্ত্রী নিজে থাকেন টালির ঘরে, সাধারন শাড়ি ও হাওয়াই চটি পরেই ঘুরে বেড়ান। অথচ, সেই মুখ্যমন্ত্রীরই ভাইয়ের স্ত্রী কোটি টাকার সম্পত্তির মালিক! কি, অবাক লাগছে? বিশ্বাস হচ্ছেনা? কলকাতা পুরনিগমের ভোটে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়। যার প্রার্থী হওয়া নিয়ে ইতিমধ্যেই সরগরম কলকাতার রাজনীতি। তাঁরই এই বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে। প্রার্থী হতে গিয়ে হলফনামা পেশ করেছেন কাজরি। তখনই প্রকাশ্যে এসেছে তাঁর সম্পত্তির হিসেব।

{link}
কাজরির দাখিল করা হলফনামা অনুযায়ী, তাঁর নামে ৯টি জমি রয়েছে। বীরভূম, কলকাতা এমনকি ওড়িষায়ও তাঁর নামে সম্পত্তি রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪১ লক্ষ টাকা। শুধু তাই নয়, তাঁর স্বামী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নামে রয়েছে একটি বাড়ি। যার আর্থিক মূল্য ৬৯ লক্ষ ৬২  হাজার টাকা। কাজরির নামে সোনাও রয়েছে। পরিমাণ ৪০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ১৯ লক্ষ ৩০ হাজার টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ৫৬ হাজার ২৬২ টাকা। তাঁর ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছে। সেখানে সঞ্চিত অর্থ, প্রভিডেন্ট ফান্ড, ফিক্সড ডিপোজিট, হাতে থাকা নগদ ও সোনা মিলে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৫ লক্ষ ৫৬ হাজার ৮৮৩ টাকা। কার্তিকের ব্যাঙ্ক ব্যালেন্স ২৮ লক্ষ ৬২  হাজার ১২৪ টাকা।

{link}
অতি সাধারণ জীবন যাপন করেন মুখ্যমন্ত্রী। থাকেন টালির ঘরে। পরেন হাওয়াই চটি। অথচ তাঁর ভাইয়ের স্ত্রী কাজরি সাধারণ গৃহবধূ। তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির হিসেব প্রকাশ্যে আসায় চক্ষু চড়কগাছ বিরোধীদের। তাঁদের প্রশ্ন, কিভাবে একজন গৃহবধূর এত টাকা হয়? প্রশ্ন উঠেছে সাধারন মানুষের মনেও। এখন তার এহেন ভাবমূর্তীর ছবি আসন্ন পৌরসভা নির্বাচনে কাজরি বন্দ্যোপাধ্যায়ের ভোটের বাক্সে পড়ে কি না… তাই দেখার। 
{ads}

news politics Kajari Banerjee Mamata Banerjee Kartik Banerjee Kolkata KMC corporation election West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :