header banner

কাঙ্খিত উন্নয়ন হয়নি, তৃণমূলের ওয়ার্ডে দাঁড়িয়েই অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থীর

article banner

অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের, সেই কারনেই বর্তমানে জোরদার প্রচার চলছে কলকাতার বুকে। তারি মধ্যে প্রচারপর্ব চলাকালিনই ঘটছে একাধিক চাঞ্চল্যকর ঘটনাও। কাঙ্খিত উন্নয়ন হয়নি, তৃণমূলের ওয়ার্ডে দাঁড়িয়েই এই অভিযোগ করলেন স্বয়ং তৃণমূল কংগ্রেস প্রার্থী। ১৯শে ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। প্রত্যাশিতভাবেই জমে উঠেছে ভোট প্রচার। বিভিন্ন ওয়ার্ডে প্রচারে নেমেছেন প্রার্থীরা। দলীয় প্রার্থীর সমর্থনে মাঠে নেমে পড়েছেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষও। তার প্রচার চলাকালিন এই মন্তব্যে কিছুটা হলেও জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। 

{link}
এদিন প্রচারে বেরিয়ে সুশান্ত বলেন, এই ১০৮ নম্বর ওয়ার্ডে কাঙ্খিত পরিবর্তন হয়নি। তবে পরিবর্তন হয়েছে। মানুষের যা যা পাওয়ার দরকার, তাঁরা তা পাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় কাজ করার জন্য পাঠিয়েছেন। আমি কাজ করতে ভালবাসি। চ্যালেঞ্জ হিসেবে নিলাম। আমার বিশ্বাস, সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এই অঞ্চলের উন্নয়ন হবে। যাঁর যা প্রাপ্য, সব পাবেন এখানকার মানুষ। তিনি বলেন, ১২ বছর আগে ১০৭ নম্বর ওয়ার্ডে কাজ করতে গিয়েছিলাম। সেখানকার অবস্থা কী রকম ছিল! এখন অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এই ১০৮ নম্বর ওয়ার্ডেরও পরিবর্তন হবে। এই ওয়ার্ডের মানুষ সরকারের ও পুরসভাস্তরের যা যা প্রাপ্য তাড়াতাড়ি পাবেন। রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এমন কিছু ওয়ার্ডকে এখানে জুড়ে দেওয়া হয়েছে, যার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের। 

{link}
তৃণমূলের নয়া প্রার্থী বলেন, ১০৮ নম্বর ওয়ার্ড থেকে চৌবাগা পর্যন্ত বলাকা যুক্ত করা হয়েছে। যদিবা তা মানা যায়, কিন্তু দেড় থেকে দুই কিলোমিটার বানতলা। আবার মাঝে পঞ্চায়েত এলাকা জুড়ে দেওয়া হয়েছে। একটু অসুবিধা হচ্ছে। অর্থাৎ নিজে জয়ী হলে যে এলাকার উন্নয়নের কোন ত্রুটি রাখবেন না, সেকথা স্পষ্ট করেই নিজের বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিতে চেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এখন দেখার অপেক্ষা কাঙ্খিত জয় আসে কি না। 
{ads}

news politics Kolkata Kolkata Corporation Election KMC corporation TMC BJP CPIM candidate West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :