header banner

কলকাতা পুরভোটের ময়দানে তারকা প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের

article banner

দরজায় কড়া নাড়ছে পুরসভা নির্বাচন। চলছে কার্যত পুরদমে প্রচারপর্ব। এবার সেই কলকাতা পুরসভার ভোটের প্রচারে তারকাদের নামিয়ে দিলেন তৃণমূল নেতৃত্ব। এদিন কলকাতা পুরভোটের প্রচারে নামলেন সঙ্গীত শিল্পী নচিকেতা ঘোষ। তিনি প্রচার করেন শহরের ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে। 


আগামী রবিবার ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। ভোটের প্রচারে তৃণমূল যে তারকাদের নামাবে সেই ধারনা এর পূর্বে বহু রাজনীতিবিদই করেছিলেন। সেই ধারনাই বাস্তব হল আজ। ১০১ নম্বর ওয়ার্ডের প্রার্থী তৃণমূলের বাপ্পাদিত্য দাসগুপ্তের সমর্থনে প্রচার করলেন এই বিখ্যাত শিল্পী। এদিন বিজেপিকে নিশানা করেন নচিকেতা। বলেন, ওঁদের আসলে কোনও কর্মসূচি নেই। ওদের শুধু ধর্মসূচি আছে। ভোটের আগে মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। যাঁরা আমার গান শোনেন, ভালবাসেন, তাঁরা কখনওই ধর্মের নামে বিভাজিত হবেন না। আমার মানুষের ওপর বিশ্বাস আছে। সিপিএম সম্পর্কে তাঁর মূল্যায়ন, ওটা এখন সিনিয়র সিটিজেনদের দল।

{link}
তিনি যে তৃণমূলের সমর্থক, তা জানাতে দ্বিধা করেননি নচিকেতা। বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় সমর্থক। তাই তৃণমূলের হয়ে প্রচার করব। আর বাপ্পা, ওর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমরা পরস্পরকে সম্মান করি, ভালোবাসি। ওর হয়ে প্রচারে নেমেছি কারণ এই ওয়ার্ডে যে ভালো কাজগুলো হয়েছে, তা অসাধারণ।


তৃণমূলের জমানায় যে কলকাতার ভোল বদলেছে, তার প্রমাণ দাখিল করতে চান নচিকেতা। তিনি বলেন, আমার কাছে অনেক পুরনো ছবি আছে। চাইলে সেই সব ছবি দেখিয়ে দেব। তাহলে বুঝবেন কলকাতা কী ছিল, আর কি হয়েছে! অর্থাৎ তৃণমূলের হয়ে প্রস্তুতি নিয়েই প্রচারের ময়দানে অবতীর্ন হয়েছেন তিনি। এখন তার এই প্রচার তৃণমূলকে ১০১ নম্বর ওয়ার্ডে জয় এনে দিতে পারে কি না, তাই দেখার বিষয়।
{ads}

news politics Kolkata election Nachiketa Ghosh Trinamool Congress TMC Kolkata corporation election West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :