header banner

বিজেপি জিতলে মুর্শিদাবাদের নাম মুর্শিদাবাদ থাকত না; মোদিশাবাদ হয়ে যেত

article banner

সামনেই মুর্শিদাবাদের সামসেরগঞ্জে উপনির্বাচন। আজ সেখানেই তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে নির্বাচনী প্রচারে এলেন অভিষেক ব্যনার্জী। সামসেরগঞ্জ ফিল্ডে তার এই সভা আয়জন করা হয়। এই সভায় অভিষেক ব্যানার্জী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর জেলার সভাপতি খলিলুর রহমান এবং মুর্শিদাবাদ জেলার তৃণমূল সভাপতি   শাওনি সিংহ রায়। মুর্শিদাবাদ থেকে অভিষেক ব্যানার্জী এদিন ভাষণ দিতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেন,বিজেপির দুই ভাই ইডি আর সিবি আই। কিন্তু বিজেপি যতই এজেন্সি লাগাক তৃণমূলকে তারা দমিয়ে রাখতে পারবে না।

{link}
এছাড়াও তিনি এদিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন এবং এই নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন।আগামী দিনে তিনটি বিধানসভায় তিনটিতেই তিন লক্ষেরও বেশি ভোটে জেতাতে হবে।এছাড়াও এদিন অভিষেক ব্যনার্জী সামসেরগঞ্জের গঙ্গা ভাঙনের জন্য রাজ্য সরকার খুব শিগিগির পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান। এদিন বিজেপির দিকে কটাক্ষ্য করে তিনি আরো বলেন, বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে মুর্শিদাবাদের নাম মুর্শিদাবাদ থাকত না; মোদিশাবাদ হয়ে যেত।


 সেপ্টেম্বরে মুর্শিদাবাদের দুটি আসনে - সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে উপনির্বাচন হবে, যেখানে প্রার্থীদের মৃত্যুর কারণে আট দফার বিধানসভা নির্বাচনের সময় ভোটের বিরোধিতা করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "আগামী তিন বছরে বিজেপিকে ভারত থেকে বের করে দেওয়া আমার লক্ষ্য।" মুর্শিদাবাদের দুটি আসনে আসন্ন উপনির্বাচনের জন্য প্রচারে তিনি বলেন, "প্রতিটি বিজেপি আসনে গিয়ে তাদের ক্ষমতাচ্যুত করব। তাদের ইডি, সিবিআই কী করবে? কিছুই নয়।"
{ads}

news politics Mamata Banerjee Abhishek Banerjee TMC BJP Congress bypolls Murshidabad Jangipur West Bengal India

Last Updated :