header banner

ফের ভাঙন আসন্ন ত্রিপুরা বিজেপিতে, অন্তত ১৬ জন বিধায়কের ঘাসফুলে যোগদানের জল্পনা

article banner

পশ্চিমবঙ্গের পর বর্তমানে যে রাজ্যে তৃণমূল বিজেপিতে কার্যত কাঁটায় কাঁটায় টক্কয় হচ্ছে সেই রাজ্যগুলির মধ্যে অন্যতম। ঘাসফুল শিবিরের আগমন এবং দলবদলের জেরে এখন কার্যত ত্রিপুরায় নাজেহাল অবস্থা বিজেপির শিবিরে। সূত্রের খবর ফের ভাঙন আসন্ন ত্রিপুরা বিজেপিতে! আজ, বৃহস্পতিবারের বারবেলায় তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপি বিধায়ক আশিস দাস। তৃণমূলের একটি সূত্রেই এ খবর মিলেছে। ত্রিপুরার অন্তত ১৬ জন বিধায়কও দিন কয়েকের মধ্যেই হাতে তুলে নিতে পারেন জোড়াফুলের ঝান্ডা!


তৃতীয়বারের জন্য বাংলার কুর্সিতে বসে গোটা দেশে সংগঠন বিস্তারের সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। উত্তর পূর্বের ছোটো ছোটো রাজ্যগুলির পাশাপাশি আরব সাগরের তীরের এই ছোটো রাজ্যটির প্রতিও শ্যেনদৃষ্টি হানে তৃণমূল। তার ফলও ফলেছে। উত্তর পূর্বের ত্রিপুরার পাশাপাশি ইতিমধ্যেই গোয়ায়ও মজবুত সংগঠন গড়ে তুলে ফেলেছে তৃণমূল।   

{link}
ত্রিপুরা রাজ্যটি বাঙালি অধ্যুষিত। তাই তার রাশ যাতে ফের গেরুয়া নেতৃত্বের হাতে না যায়, সেজন্য এখন থেকেই কোমর কষে নামছেন তৃণমূল নেতৃত্ব। ত্রিপুরা বিধানসভার ভোট হবে ২৩ সালে। এর এক বছর পরেই লোকসভা নির্বাচন। তাই ইতিমধ্যেই সেখানে কোমর কষে নেমে পড়েছে তৃণমূল।

{link}
দিন কয়েকের মধ্যেই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সময়ই তৃণমূলে যোগ দিতে পারেন সুরমার বিধায়ক বিজেপির আশিস দাস। এই আশিস ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরোধী সুদীপ রায় বর্মণের অনুগামী হিসেবেই পরিচিত। কালীঘাটে পুজো দিয়ে দলত্যাগের কথা জানিয়েছিলেন তিনি। আশিস ইতিমধ্যেই কলকাতায় এসে তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করে গিয়েছেন। সূত্রের খবর, অভিষেকের হাত থেকেই জোড়াফুল আঁকা ঝান্ডা হাতে তুলে নেবেন তিনি। ওই দিনই ত্রিপুরার অন্তত ১৬ জন বিজেপি বিধায়ক গলায় পরতে চলেছেন জোড়াফুল আঁকা উত্তরীয়।


সামনেই পুরসভা নির্বাচন, এই খবর বাস্তবায়িত হলে যে তৃণমূল শিবির ত্রিপুরার শাসক শিবিরকে বাস্তবিকভাবেই একটা বড়ো ধাক্কা দিতে সক্ষম হবে সে বিষয়ে কোন সন্দেহ নেই। লড়াই কিন্তু জমে উঠেছে। 
{ads}

news politics Mamata Banerjee Biplab Deb TMC BJP Tripura election MLA West Bengal India রাজনীতি ত্রিপুরা সংবাদ

Last Updated :