header banner

মমতা গোটা রাজ্যে জিতে বসে আছে, তাহলে ওঁর বিরুদ্ধে কেউ দাঁড়াবে কেন?

article banner

মমতা একজন সংগ্রামী নেত্রী। মমতা তো গোটা রাজ্যে জিতে বসে আছেন। তাহলে ওঁর বিরুদ্ধে কেউ দাঁড়াবে কেন? সমস্ত রাজনৈতিক দল ও সংগ্রামী মানুষের কাছে আমার অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন। অবাক লাগলেও এই আবেদন না, কোনও তৃণমূল নেতার নয়, একদা বামপন্থী আন্দোলনের এক নেতার। যিনি একসময় কমিউনিস্ট রূপে পরিচিত ছিলেন। উলেখযোগ্যভাবে বুধবার চেতলার অহীন্দ্র মঞ্চে তৃণমূলের কর্মিসভায় যোগ দেন তিনি। সেখানেই বিরোধী দলগুলির উদ্দেশ্যে এই আবেদন জানান ওই বাম নেতা। অবাক হওয়ার মতো কিছু না হলেও ঘটনায় গভির ‘অভিসন্ধি’ দেখছেন বিরোধীরা।    

{link}
নির্বাচন কমিশন দ্বারা কয়েকদিন পূর্বে ৩০ সেপ্টেম্বর উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে ভবানীপুরে। একইসাথে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা আসনেও ভোট হবে এদিন। একুশের বিধানসভা নির্বাচনে ২৯২টি মধ্যে ২১১টি আসন পায় তৃণমূল। তবে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারির কাছে পরাজিত হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ‘জায়গা’ দিতে বিধায়ক পদে ইস্তফা দেন ভবানীপুরে বিপুল ভোটে জয়ী প্রার্থী তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। একুশের ভোটে বিজেপির তারকা প্রার্থী রূদ্রনীল ঘোষ কে পরাজিত করেছিলেন তিনি। তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করায় বর্তমানে সেই পদটি হয়ে উঠেছে বিধায়ক হীন। সেই কারণেই হচ্ছে উপনির্বাচন। নিজের পরিচিত ওই কেন্দ্রেই বাজি ধরেছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

{link}
সেই উপলক্ষ্যে বুধবার অহীন্দ্র মঞ্চে কর্মিসভা করেন মমতা। সভা চলাকালীন আচমকাই মঞ্চের দিকে এগিয়ে যান বামপন্থী আন্দোলনের নেতা বাদল চট্টোপাধ্যায়। হাত জোড় করে প্রণাম করতে যান মমতাকে। প্রতি নমস্কার জানিয়ে তাঁকে পোডিয়ামে নিয়ে যান দলের নেতারা। মাইক্রোফোন হাতে নিয়ে কাঁপা কাঁপা গলায় তিনি বলেন, মমতা একজন সংগ্রামী নেত্রী। মমতা তো গোটা রাজ্যে জিতে বসে আছেন। তাহলে ওঁর বিরুদ্ধে কেউ দাঁড়াবে কেন? সমস্ত রাজনৈতিক দল ও সংগ্রামী মানুষের কাছে আমার অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন। ঘটনায় অভিসন্ধি দেখছেন বিরোধীরা। তাঁদের প্রশ্ন, বামপন্থী বাদল কীভাবে তৃণমূলের কর্মিসভায় এলেন? তিনি কি আদৌ নিজ ইচ্ছায় এসেছিলেন? নাকি এর পিছনে কাজ করছে কোন আতঙ্ক বা ভয়? প্রশ্ন কিন্তু উঠছেই। কারন একাধিক বিজেপি ও তৃণমূল নেতাদের ঝোড়ো হাওয়ায় দল বদল করতে দেখা গেলেও এক্ষেত্রে লাল ঝান্ডার সৈনিকরা কিন্তু বরাবরই ব্যাতিক্রমী। 
{ads}

news politics Mamata Banerjee Election Re Election Assembly Election TMC CPIM Bhawanipur West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :