header banner

আগামী দিল্লি সফরে মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

article banner

গতকাল একুশে জুলাইয়ের মঞ্চেই দিল্লির যাওয়ার কথায় শিলমোহর লাগিয়েছে মুখ্যমন্ত্রী নিজেই। দিল্লি সফরে গিয়ে মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি তাঁকে সময় দিয়েছেন বলে আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে দিল্লিতে বিরোধী ঐক্য মজবুত করতেও উদ্যোগী হবেন তিনি সেই কথাও গতকাল ওনার বক্তব্যে স্পষ্ট। শুধু তাই নয়, সময় দিলে রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করার কথা মুখ্যমন্ত্রীর।

{link}
একুশের ভোটে মোদি-মমতা দ্বৈরথ প্রত্যক্ষ করেছেন রাজ্যবাসী। বাংলার মসনদে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন মমতা। আর একইভাবে বাংলায় পদ্ম-শাসন প্রতিষ্ঠা করতে কোমর কষে নেমেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। সেই ক্ষেত্রে জয় এলে, ২৪-লোকসভা নির্বাচনের লড়াই অনেকটাই সহজ হত প্রধানমন্ত্রীর বলে মনে করছেন রাজ্যের অনেকে। রাজ্যে একুশটি জনসভা করেছেন মোদি। প্রতিটি সভায়ই তিনি নিয়ম করে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রীকে। তাঁর ‘দিদি ও দিদি’ শব্দ বন্ধে বেজায় অপমানিত বোধ করেছিলেন মমতা। তৃণমূল নেত্রীও মোদিকে আক্রমণ করতে গিয়ে ব্যবহার করেছেন চোখা চোখা ভাষা। লড়াইয়ে কেউই এক ইঞ্চিও জমি ছাড়েননি। মোদি-মমতার এই ‘ছায়াযুদ্ধে’-র পর কেটে গিয়েছে মাস তিনেক। এতদিন দিল্লিমুখো হননি মমতা। চলতি মাসের শেষের দিকে দিল্লি যাওয়ার কথা তাঁর। এই সফরেই তাঁর সঙ্গে মোদির সাক্ষাৎ হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

{link}
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি দু-তিনদিনের জন্য দিল্লি যাচ্ছি। প্রধানমন্ত্রী আমায় সময় দিয়েছেন। ওঁর সঙ্গে দেখা করব। সময় পেলে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব। এর পাশাপাশি শুধু প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি নন, চলতি দিল্লি সফরে কংগ্রেস সহ বিজেপি-বিরোধী কয়েকটি দলের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সে কথা অবশ্য তিনি জানিয়ে দিয়েছিলেন একুশের মঞ্চেই। সেদিনই বিজেপি-বিরোধী নেতাদের জোটবদ্ধ হওয়ার ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। তাঁর সে উদ্যোগ যে খানিকটা হলেও সফল হয়েছে, তার প্রমাণ দিল্লির একটি ক্লাবে ঠায় বসে তৃণমূল নেত্রীর ভাষণ শুনলেন কংগ্রেস সহ কয়েকটি দলের নেতানেত্রীরা। এখন দেখার, মোদি-মমতা সাক্ষাতের নির্যাস কী বের হয়!
 যদিও রাজনৈতিক নয় সাক্ষাৎ সৌজন্যমূলক ও হতে পারে, রাজনীতির ময়দানে পরস্পর পরস্পরের প্রতিপক্ষ হলেও বাস্তব জীবনে তাদের মধ্যে সৌজন্য-এর সম্পর্ক আছে বলেই দেশবাসী জানেন। যদিও শেষ সাক্ষাতে মুহূর্ত খুব একটা সুখকর ছিল না, এখন এই সাক্ষাৎ হলে তা কি হেন ছবি ভারতীয় সংবাদমাধ্যমের কাছে তুলে ধরে তাই দেখার অপেক্ষায় রাজ্য এবং দেশবাসী। 
{ads}

news politics Mamata Banerjee Narendra Modi TMC BJP Delhi West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :