header banner

পিকের ওপর ভরসা নয়, তৃতীয় ফ্রন্ট গঠনে নিজেই উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়

article banner

ভোটকুশলী পিকের ওপর পূর্ন ভরসা নয়, সেই কারনেই সম্ভবত এবার তৃতীয় ফ্রন্ট গঠনে নিজেই উদ্যোগী হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযাই, সেই লক্ষপূরনেই ২১শে জুলাই শহিদ দিবস পালনের পর কোনও একদিন দিল্লি যাবেন তিনি। দিন কয়েক কাটাবেনও ভারতবর্ষের রাজধানীতে। সেই সময়ই আগামী লোকসভা নির্বাচনের জন্য নিজেদের গড়ে উঠতে থাকা বিরোধী ঐক্যের অস্ত্রে শান দেবেন মুখ্যমন্ত্রী বলে ধারণা বঙ্গের রাজনৈতিক পর্যবেক্ষকদের। 

{link}
প্রথমে এনসিপি নেতা শরদ পাওয়ার, পরে এম কে স্ট্যালিন সহ কয়েকজন বিজেপি-বিরোধী নেতার সঙ্গে বৈঠক শেষে পিকে বৈঠক করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি বঢরা এবং বেণুগোপালের সঙ্গে। দিল্লির একটি সূত্রের খবর, পিকেকে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছেন রাহুল। বিজেপিকে হঠাতে নয়া দল গড়ার একটা প্রাথমিক পরিকল্পনা নিয়েছিলেন পিকে। পরে কংগ্রেসে যোগের প্রস্তাবে আশার আলো দেখছেন তিনি। কারণ, দুর্বল হলেও ভারতের সমস্ত প্রদেশে সংগঠন রয়েছে কংগ্রেসের। আর, তাছাড়া দিল্লিতে দুর্বল হলেও বিজেপির বিকল্প কংগ্রসেই। তাই কংগ্রেসে যোগ দিলে পিকের পক্ষে বিজেপি তাড়ানো হবে অনায়াস। 


পিকে কংগ্রেসের সঙ্গে বৈঠক করতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেন তৃণমূল নেতৃত্ব। পর্যবেক্ষকদের মতে, সেই কারণেই আর পিকের ওপর ভরসা করছেন না তাঁরা। তাই স্বয়ং তৃণমূল নেত্রী দিল্লি যাচ্ছেন। দীর্ঘ দিন সাংসদ থাকার দরুণ দিল্লিতে একটা গ্রহণযোগ্যতা রয়েছে মমতার। সেখানে তিনি বিভিন্ন আঞ্চলিক দলের নেতানেত্রীর সঙ্গে বৈঠক করবেন। মজবুত করার চেষ্টা করবেন বিরোধী ঐক্য। চলতি মাসের শেষের দিকে সেই কারণেই দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী। যমুনার তীরে মমতার নেতৃত্বে বিজেপি-বিরোধী জোট দানা বাঁধে কি না, এখন সেটাই দেখার।

{link}
যদিও সবদিক দেখে একথা স্পষ্ট যে তৃতীয় এক ফন্ট যেভাবেই হোক না কেন গড়ে উঠবেই। সেই ফন্ট সবরকম ভাবে চেষ্টা করবে কেন্দ্রশাসনের সিংহাসন থেকে বিজেপিকে উপড়ে ফেলার। এখন তারা তাদের লক্ষ্যপূরনে সাফল্য লাভ করে কি না, সেটাই হবে চব্বিশের লোকসভার লড়াইয়ের লক্ষ্যনীয় বিষয়। 
{ads}

Mamata Banerjee PK Prashant Kishore IPAC Congress INC news politics West Bengal India Election Lok Sabha সংবাদ রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated :