header banner

আঞ্চলিক দলগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে গোয়া জয়ের স্বপ্ন দেখছে তৃণমুল

article banner

বর্তমানে তিনদিনের সফরে আরবসাগরের তীরের সৈকত-রাজ্যে রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে গোয়ার ডোনা পাওলার ইন্টারন্যাশনাল সেন্টারে বক্তব্য রাখেন তিনি। আঞ্চলিক দলগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে গোয়া জয়ের স্বপ্ন দেখছে তৃণমূল! অন্তত তৃণমূল সুপ্রিমোর কথায় সেই ইঙ্গিতই মিলেছে। তবে গোয়ায় তৃণমূলের লড়াই যে একই সঙ্গে বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে, এদিন তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনদিনের গোয়া সফরে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। আজ, শনিবার তাঁর ফেরার কথা। এর আগে গোয়ার বিভিন্ন মন্দির এবং গির্জা ঘুরে দেখেন মমতা। কথা বলেন স্থানীয় বাসিন্দা এবং প্রান্তিক মানুষদের সঙ্গে। 

{link}
সৈকত রাজ্য জয়ে যে ব্লু-প্রিন্ট ছকা হয়ে গিয়েছে, এদিন তারও ইঙ্গিত দেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, ক্ষমতায় এলে বাংলার মতো গোয়ায়ও চালু হবে দুয়ারে সরকার, গতিধারার মতো জনপ্রিয় সব প্রকল্প। গোয়ার আঞ্চলিক দলগুলির সঙ্গে গটবন্ধন করেই যে সৈকত রাজ্য দখলের স্বপ্ন দেখছে তৃণমূল, এদিন তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ভোট ভাগাভাগি হতে দেওয়া যাবে না। মমতা বলেন, গোয়ার আঞ্চলিক দলগুলি যথেষ্ট শক্তিশালী। তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। এদিন  কংগ্রেস এবং বিজেপিকেও এক হাত নেন তৃণমূল নেত্রী। বলেন, কংগ্রেস-বিজেপি সমঝোতা করেছে। কিন্তু তৃণমূল কখনও কংগ্রেসের মতো লড়াই করবে না। 

{link}
নতুন বছরের ফেব্রুয়ারিতে গোয়া বিধানসভা নির্বাচন। বিধানসভার আসন সংখ্যা ৪০। বিজেপি শাসিত গোয়ার দখল নিতে মরিয়া তৃণমূল। সেই জন্যই আঞ্চলিক দলগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে লড়াইয়ের সিদ্ধান্ত তৃণমূলের। এদিন তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেন গোয়া ফরওয়ার্ড পার্টির প্রধান বিজয় সরদেশাই। তৃণমূলের সঙ্গে তাঁর দলের জোট হতে পারে বলেও টুইট করেছেন তিনি। 
{link}
তিনদিনের গোয়া সফর প্রায় শেষ। আজই কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তৃণমূলনেত্রীর সঙ্গে দেখা করলেন আঞ্চলিক দল গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই। আজই তাঁর কলকাতায় রওনা দেওয়ার কথা। এর আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা ভোট বিভাজনে বিশ্বাস করি না। আমরা কংগ্রেস ও বিজেপির মতো নই। এই দুই দল নিজেদের সঙ্গে আপোস করে। তৃণমূল কংগ্রেস তা করে না। গোয়ার সঙ্গে বাংলার অনেকক্ষেত্রে মিল আছে। তৃণমূল গোয়াকে গুরুত্ব দিয়ে দেখছে। আগে আমার নেতারা এসেছেন, এখন আমি এলাম।"

{ads}

news politics Mamata Banerjee TMC BJP Goa Forward Block Prashant Kishor West Bengal India

Last Updated :