header banner

দিদি জিতুন, চাইছেন নন্দীগ্রামেরই একাংশের মানুষজন

article banner

আসন্ন ভবানীপুর নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হোন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চাইছেন একটি নির্দিষ্ট এলাকার একটি নির্দিষ্ট অংশের মানুষ। চাইছেন সেই এলাকার মানুষ যেই এলাকাতেই কয়েকদিন আগে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। যার জন্যেই আয়োজিত হচ্ছে এই ভবানীপুর উপনির্বাচন। হ্যাঁ, তারা নন্দীগ্রামের বিরুলিয়া এলাকার মানুষ। একুশের ভোটে প্রচারে বেরিয়ে এখানেই পায়ে চোট পেয়েছিলেন মমতা। সেজন্যই কি এখনও ‘অপরাধবোধ’ তাড়া করে ফেরে তাঁদের? তাই বিরুলিয়াবাসী চান ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতে জবাব দিন তৃণমূল নেত্রী?

{link}  
চলতি মাসের ৩০ তারিখে উপনির্বাচন হওয়ার কথা ভবানীপুরে। একুশের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে ব্যাপক সাফল্য পায় তৃণমূল। তবে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারির কাছে পরাজিত হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীকে ‘জায়গা’ দিতে ভবানীপুরের বিধায়ক পদে ইস্তফা দেন শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও বিজেপির রুদ্রনীল ঘোষকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তিনি। সেই কারণেই ভবানীপুরে হচ্ছে উপনির্বাচন। তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বামেদের প্রার্থী আইনজীবী শ্রীজীব বিশ্বাস। লড়াইয়ের ময়দানে রয়েছেন বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়ালও। নন্দীগ্রামের বিরুলিয়ার বাসিন্দারা চান, তিন আইনজীবীর লড়াইয়ে জয়ী হোন মমতাই। 

{link}
একুশের ভোটে প্রচারে বেরিয়ে এই বিরুলিয়া বাজারেই একটি পোস্টের ধাক্কায় চোট লাগে তৃণমূল সুপ্রিমোর পায়ে। তার পরেই অভিযোগ ওঠে, তৃণমূল নেত্রীকে আক্রমণের চেষ্টা হয়েছিল। ঘটনার জেরে পায়ে প্লাস্টার করতে হয়। প্লাস্টার করা পা নিয়েই গোটা রাজ্য চষে বেড়ান মমতা। ভোটে ব্যাপক ফল করে তৃণমূল। যদিও দিদি হেরে যান। তাই এখনও অনুতাপ ভোগ করেন বিরুলিয়াবাসী। মমতা আঘাত পাওয়ার পর তাঁর পায়ে বরফ ঘষেছিলেন স্থানীয় একটি মিষ্টির দোকানের মালিক। তিনি বলেন, মমতা যেভাবে আঘাত পেয়েছেন, তা আমাদের খারাপ লাগছে। আমাদের এমএলএ হওয়া উচিত ছিল তাঁরই। তাহলে আমরা আরও সুবিধা পেতাম। আমরা আশা করি, ভবানীপুরে তিনি সব্বোর্চ্চ ব্যবধানে জয়ী হবেন। অর্থাৎ দিদি জিতে ফিরে আসুন তাই চাইছেন বিরুলিয়া বাসি। তারাই আবার বলছেন, মুখ্যমন্ত্রীই নন্দীগ্রামের এমএলএ হলেই ভালো হত। কিন্তু তা হয়নি, যা হয়েছে তাতে জয়ী হয়ছেন  বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই এখন সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভবানীপুর উপ-নির্বাচন। 
{ads}
 

news politics Mamata Banerjee TMC Nandigram BJP Suvendu Adhikari By election Bhawanipur news West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :