header banner

'উত্তরবঙ্গকে আলাদা করার চক্রান্ত বিজেপি পার্টির আর.এস.এস-এর' মন্তব্য অধীরের

article banner

এবার উত্তরবঙ্গকে আলাদা করার প্রসঙ্গে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজ সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে আর্টিকেল থ্রী প্রয়োগের প্রকাশ করেছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, উত্তরবঙ্গকে আলাদা করার চক্রান্ত বিজেপি পার্টির আরএসএসের। উত্তর প্রদেশকে তিন ভাগে ভাগ করে মুসলমানদের আলাদা করে দাও। এই গুলো আরএসএসের গেম প্ল্যান। রাজ্য গুলোকে আলাদা ভাগে ভাগ করে নিয়ে নিজেদের উদ্দেশ্য সাধন করার চেষ্টা বিজেপির।

{link}
এর পিছনে মূল কারন হিসেবে তিনি মন্তব্য করেছেন বিজেপি ভয় পাচ্ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদীর জাদু আর চলবে না। তাই ২০২৪ সালের নির্বাচন ছলে বলে কৌশলে জেতার ব্লু প্রিন্ট করার তৈরির চেষ্টা করছে বিজেপি। বিজেপির সর্বস্তরের অনুমোদন নিয়ে উত্তরবঙ্গকে আলাদা করার চেষ্টা হচ্ছে। বিজেপি হল আরএসএসের এজেন্ডা। আরএসএসের এজেন্ডা বিজেপিকে মেনে চলতে হয়, তাই মোদী প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারেন। বিজেপি ক্ষমতা পেলে এগুলো পরে করার চেষ্টা হত। যেহেতু বিজেপি ক্ষমতা পায়নি তাই রাজ্য ভাগের চেষ্টা আগে থেকেই করতে শুরু করেছে। সারা বাংলা জুড়ে বিজেপির বিরুদ্ধে প্রচার অভিযান চালানো দরকার। কেন্দ্র মনে করলে রাজ্য বিভাজন করতে পারে। বিজেপি ক্ষমতায় আছে তাই আর্টিকেল থ্রী প্রয়োগ করতে পারে বলে আশঙ্কা অধীর চৌধুরীর। বিজেপির আসল লক্ষ্য মুসলিমদের আলাদা করে দেওয়া। এটা উত্তরপ্রদেশও করবে বাংলাতেও করার চেষ্টা করবে। বঙ্গভঙ্গের অপচেষ্টা বিজেপি করলে আমরা সার্বিক ভাবে তার প্রতিবাদ করব।

{link}
উল্লেখ্য বিষয় বরাবরই দেশে ধর্মীয় ভেদাভেদ তৈরি করার ইস্যু কে বিজেপির বিরদ্ধাচারন করার মূল অস্ত্র হিসেবে তুলে ধরেছে । এই নিয়ে বিতর্কও হয়েছে প্রচুর। এই উত্তরবঙ্গ আলাদা করার ইস্যু ঘিরেও বর্তমানে বিপুল বিতর্ক দেখা দিয়েছে রাজ্য ও রাজনৈতিক মহল জুড়ে। যদিও এর বিরুদ্ধাচারন করেছেন বিজেপির রাজ্য সভাপতি স্বয়ং। তবুও পরিস্কার হয়নি জট। 


{ads}

news politics Adhir Ranjan Chowdhury TMC BJP Congress North Bengal West Bengal Mamata Banerjee North Bengal separation সংবাদ রাজনীতি বঙ্গভঙ্গ উত্তরবঙ্গ

Last Updated :