header banner

পিএসি চেয়ারম্যান পদ, মুকুলকে সরাতে আদালতেও যেতে রাজি শুভেন্দু

article banner

কয়েকদিন আগেই রাজ্যসভার পিএসি চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে মুকুল রায়েকে। সেই নিয়োগ নিয়ে বিধানসভার স্পিকারের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তাতে কাজ হবে না বলেই ধরে নিয়েছেন গেরুয়া শিবির। কিন্তু তাইবলে তারা সেইখানেই লড়াই ছাড়তে প্রস্তুত নন। সেজন্য প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়টি নিয়ে কি কোনভাবে চিন্তিত মুকুল রায়? বাংলার রাজনীতিবিদদের প্রশ্ন এখন সেইখানেই। 


২০১৭ সালের শেষের দিকে নিজের দল ছেড়ে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। তৃণমূল নেত্রীর সঙ্গে মনান্তরের জেরে তিনি ঘাসফুল শিবির ছেড়েছেন তারও মাস দুয়েক আগে। শেষমেশ রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করবেন বলে পণ করেন মুকুল। যোগ দেন বিজেপিতে। একুশের ভোটে কৃষ্ণনগর উত্তরে পদ্ম-প্রতীকে প্রার্থী হন মুকুল। কার্যত সেইভাবে প্রচারে না নেমেও প্রতিপক্ষকে বিপুল ভোটে ধরাশায়ী করেন তিনি। যদিও পদ্ম-প্রার্থী হয়েও হেরে যান মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। 

{link}
নির্বাচনে পর্ব চুকে যাওয়ার পর একদিন আচমকাই বিজেপি ছেড়ে ছেলেকে নিয়ে মুকুল ফেরেন তৃণমূলে। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয় সপুত্র মুকুলের ঘরওয়াপসির খবর। এর পর তাঁকে বসানো হয় পিএসির চেয়ারম্যান পদে। রীতি অনুযায়ী, পিএসির চেয়ারম্যান পদে বসানো হয় বিরোধী দলের মনোনীত কাউকে। মুকুল তৃণমূলে যোগ দেওয়ায় প্রত্যাশিতভাবেই পিএসির চেয়ারম্যান পদে তাঁর নাম প্রস্তাব করেননি বিরোধীরা। কিন্তু মুকুল যেহেতু খাতায় কলমে বিজেপির, তাই আইনের ফাঁক গলে তাঁকেই বসিয়ে দেওয়া হয় পিএসির চেয়ারম্যান পদে। এর পরেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন শুভেন্দু। কাগজপত্র জমা দিয়ে অধ্যক্ষকে তাঁরা জানান, বিজেপির টিকিটে জিতলেও মুকুল যোগ দিয়েছেন তৃণমূলে। তাই পিএসির চেয়ারম্যান পদে তাঁর মনোনয়ন অবৈধ। এ প্রসঙ্গেই শুভেন্দু জানান, অধ্যক্ষের কাছে নালিশ করেও কাজ না হলে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা। বিষয়টি নিয়ে আদৌ চিন্তিত নন মুকুল। তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ওরা যা পারে করুক।


এইভাবে ভোটের পর যে নাটকীয় পরিবর্তন ঘটতে চলেছে তা হয়ত কল্পনাও করেননি বিজেপির কেউ। তৃণমূলে যোগ দেওয়ার পূর্বে অমিত শাহের করা ফোনও আটকাতে পারেনি তাকে। রাজ্য বিজেপির অন্যতম শক্ত খুঁটি ছিলেন তিনি। তার এহেন পরিবর্তন কোনভাবেই মেনে নিতে পারছে না বিজেপি। তার উপর তাকে পিএসই চেয়ারম্যানের পদে নিযুক্ত করার আগুনে ঘি পড়েছে। এখন বিরোধী শিবির হিসেবে বিজেপি তাই চাইছে যেভাবে হোক ঐ সিট থেকে মুকুলকে সরিয়ে দিতে। কোন দিকে ঝুঁকতে চলেছ পাল্লা? সেই প্রশ্নের উত্তর জানতেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলার রাজনৈতিক মহল। 
{ads}

news politics PAC Chairman Suvendu Adhikari Mukul Roy TMC BJP West Bengal News রাজনীতি সংবাদ

Last Updated :