header banner

রাজনৈতিক মহলে ফের নক্ষত্রপতন, প্রয়াত প্রবীণ বাম নেতা রাজদেও গোয়ালা

article banner

ফের রাজনৈতিক মহলে ছন্দপতন। প্রয়াত হলেন প্রবীণ সিপিআইএম নেতা রাজদেও গোয়ালা। কিছু দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থা সংকটজনক ছিল বর্ষীয়ান এই বাম নেতার। তেঘরিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাত দুটো নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস করেন বর্ষীয়ান এই নেতা। বয়স হয়েছিল ৯৩ বছর। প্রয়াত নেতা রেখে গেলেন স্ত্রী-পুত্র ও এক কন্যাকে। আরও এক নক্ষত্র হারালেন কমরেডরা। 


বামপন্থী আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন রাজদেও গোয়ালা। সিপিএমের রাজ্য কমিটির প্রাক্তন সদস্যও ছিলেন তিনি। বেলগাছিয়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে সিপিএমের টিকিটে দাঁড়িয়ে তিনবার বিধায়ক হয়ছিলেন তিনি। যুক্ত ছিলেন ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গেও। তিনি ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। রাজদেও গোয়ালা অসংগঠিত শ্রমিকদের জন্য সারাজীবন লড়াই করে গিয়েছেন। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

{link}
ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম নেতা অনাদি সাহু বলেন, রাজদেও গোয়ালার মৃত্যুতে দলের বড় ক্ষতি হয়ে গেল। শ্রমিকদের উন্নয়নে তাঁর চিন্তা, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে তাঁর লড়াই নতুন প্রজন্মের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে।


বাম শিবির সূত্রে খবর, এদিন এই প্রয়াত নেতার মরদেহ কলকাতা ট্রেড ইউনিয়ন দফতর, কলকাতা জেলা সিপিএম অফিস, রাজ্য সিপিএমের সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটের  অফিসে শেষ শ্রদ্ধা জানাতে নিয়ে যাওয়া হয়েছে। পরে নিয়ে যাওয়া হয় কলকাতা জেলা কমিটির প্রমোদ দাশগুপ্ত ভবনে। সিটুর কলকাতা কলকাতা জেলা কমিটির দফতর ঘুরে নিয়ে যাওয়া হবে নিমতলা মহাশ্মশানে। সেখানেই হবে শেষকৃত্য। এই বছরেই কয়েক মাস আগেই প্রয়াত হয়েছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়, গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজদেও গোয়ালাও। রাজনৈতিক মহলে শোকের ছায়া যেন মিটতেই চাইছেনা। 
{ads}

news politics Rajdeo Gowala CPIM leftist communist death West Bengal SITU India রাজনীতি সংবাদ রাজদেও গোয়ালা

Last Updated :