header banner

ভুলের প্রায়শ্চিত্ত

article banner

সুখে খেতে ভূতে কিলোয়… যেমনটা হয়েছে রাজীব ব্যানের্জির ক্ষেত্রে। এই বাংলায় প্রবাদ আছে খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল করলো এঁড়ে গোরু কিনে।এই একই কথাও প্রযোজ্য রাজীব ব্যানার্জির ক্ষেত্রে। তৃণমূলের সুখের সংসারে রাজীব স্থান ছিল প্রথম সারিতে। কিন্তু হাওড়া জেলার রাজনীতিতে গোষ্ঠীদ্বন্দ্ব সহ্য করতে না পারার কারনে তিনি গেরুয়া পতাকা ধরেছিলেন। তিনি তার নিজের অজান্তেই সেদিনই খাল কেটে কুমির এনেছিলেন তার ঘরে। রাজনীতির ময়দানে খুরধর রাজনৈতিক বুদ্ধি, চেতনা, সীমাহীন ধৈর্য এবং ত্যাগ না থাকলে তিনি রাজিনিতি তে অপ্রাসঙ্গিক। আর সব তাই হয়েছে রাজীবের তাতখনিক ভুল সিধান্ত নেওয়ার কারনে। ২ মের পরে রাজনীতি তে সর্বসান্ত হয়ে উন্মাদের মতো তিনি ঘুরেছেন তৃণমূলের প্রথম সারির নেতাদের দোরে-দোরে। 

{link}
কিন্তু নামটা রাজীব।তাই মমতা এবং অভিষেকের হৃদয়ে থাকা এক তুক্র জায়গা থেকেই ফিরছেন তৃণমূলে। কথাও হয়তো তৃণমূলের হেভিওয়েট নেতাদের বিরোধিতা সত্ত্বেও জোড়াফুল শিবিরে এন্ট্রি পেতে চলেছেন ডোমজুড়ের রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, রবিবাসরীয় বিকেলেই ফের রাজীব হাতে তুলে নেবেন জোড়াফুল আঁকা ঝান্ডা। এ ব্যাপারে রাজীব শিবিরের কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাজীবের তৃণমূলে ফেরা আটকাতে যাঁরা ‘সক্রিয়’ ভূমিকা নিয়েছিলেন, আশ্চর্যজনকভাবে তাঁরাও কুলুপ এঁটেছেন মুখে।   
একুশের বিধানসভা নির্বাচনের আগে আগে তৃণমূল ছেড়ে ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় যোগ দেন বিজেপিতে। চাটার্ড বিমানে চড়ে দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে পদ্মফুল আঁকা ঝান্ডা হাতে তুলে নেন রাজীব। 

{link}
বিধানসভা নির্বাচনে তৃণমূল বধে ডোমজুড়ে রাজীবকেই বাজি ধরে বিজেপি। ভোটের ফল বের হলে দেখা যায় মুখ থুবড়ে পড়েছেন রাজীব। যে আসনে ’১৬র ভোটে এক লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন রাজীব, ’১৯এর ভোটে সেই আসনেই তিনি হারেন ৪২ হাজার ভোটে। এর পরেই তৃণমূলে ফিরতে তিনি ‘উমেদারি’ করতে শুরু করেন বলে গেরুয়া শিবিরের দাবি। কখনও কুণাল ঘোষের বাড়ি, কখনও আবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, আবার কখনও বিজেপি ঘুরে তৃণমূলে ফেরা মুকুল রায়ের বাড়িতে দেখা যায় রাজীবকে। প্রতিটি ক্ষেত্রেই সৌজন্য সাক্ষাতের দাবি করেছিলেন রাজীব।  

{link}
রাজীবের তৃণমূলে ফেরা আটকাতে উদ্যোগী হন হাওড়ার তৃণমূল নেতাদের একটা বড় অংশ। হুগলির সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বাধার প্রাচীর হয়ে দাঁড়ান। ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকায় রাজীবকে দলে ফেরানোর প্রতিবাদে মিছিলও হয়। তার পরেও রাজীব তৃণমূলে ফিরছেন বলে সূত্রের খবর। যদি রাজীব তৃণমূলে যোগ দেন, তাহলে বুঝতে হবে ডোমজুড়ের বিধায়ক প্রমাণ করে দিলেন তাঁর ক্ষমতা কতটা! 
গেরুয়া দরজাটা বন্ধ হয়ে গেল চির কালের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে রাজীবের সঙ্গে যারা বিজেপিতে গিয়েছিলেন তাদেরকে কি আদেও তৃণমূলে ফেরাতে পারবেন রাজীব। এই প্রশ্নের উত্তর রাজিব ছাড়া র কে দেবে? 
{ads}

news politics Rajib Banerjee Mamata Banerjee Biplab Dev TMC BJP Tripura Howrah Domjur Election Home MInister Abhishek Banerjee Factionalism West Bengal India

Last Updated :