header banner

শনিবারের পর রবিবারেও ক্ষুব্ধ বিজেপি নেতাকর্মীদের সাথে পিকনিক শান্তনু ঠাকুরের

article banner

নিজস্ব সংবাদদাতাঃ শনিবারের পর ফের রবিবার। বর্তমান রাজ্য রাজনীতিতে অন্যতম বিতর্কিত নাম, শান্তনু ঠাকুর, যার ভবিষ্যৎ নিয়ে রীতিমতো জল্পনায় চলছে রাজনৈতিক মহলে। রবিবারেও ফের পিকনিক করলেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর। মতুয়া সম্প্রদায়ের ক্ষুব্ধ বিজেপি কর্মীদের নিয়ে বনগাঁর গোপালনগরে শনিবার পিকনিক করেছিলেন শান্তনু। আর রবিবার করলেন গোবরডাঙা এলাকায় সেহেন একইভাবে বসেছিল পিকনিকের আসর। যে ঘটনায় রীতিমতো জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

{link}
বিজেপির রাজ্য কমিটিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নেই, এই অভিযোগ তুলে গেরুয়া শিবিরের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রাজ্যের পাঁচ বিধায়ক। পরে গ্রুপ ছাড়েন শান্তনুও। এনিয়ে কম জলঘোলা হয়নি। পরে বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে বৈঠক করেন এই কেন্দ্রীয় মন্ত্রী। এদিন করলেন বনভোজন। দলীয় কর্মীদের উজ্জ্বীবিত করতেই এই উদ্যোগ, বলছেন শান্তনু। দলের মধ্যে যাঁরা বঞ্চিত, তিনি যে তাঁদের নিয়ে বারবার আলোচনায় বসবেন, এদিন তাও জানিয়ে দেন শান্তনু।

{link}
এদিন পিকনিকের পাশাপাশি গোবরডাঙ্গা পুরসভার নির্বাচন নিয়েও এক আলোচনায় অংশ নেন মতুয়া সম্প্রদায়ের এই বিজেপি নেতা। বিজেপির একটি অংশ এই বৈঠকে হাজির ছিলেন না বলেই জানা গিয়েছে। তার পরেও অবশ্য বৈঠক হয়েছে যথারীতি। এতএব রাজ্য বিজেপির অন্দরে যে খুব সুখকর পরিবেশ নেই, সেই কথাই প্রকাশ্যে স্পষ্ট হচ্ছ বারংবার। হাওয়ার গতিবেগ কোন দিকে ঘুরবে, সেটাই দেখার অপেক্ষা। 
{ads}

news politics Santanu Thakur BJP Matua community West Bengal TMC India রাজনীতি সংবাদ

Last Updated :