header banner

বাংলায় চলছে তালিবান টু .......শুভেন্দু

article banner

ফের বিস্ফোরক রাজ্যের বিরধী দলনেতা শুভেন্দু অধিকারি।তালিবান্ রা যে ঘটনা ঘটাচ্ছে আফগানিস্তানে সেই একই ঘটনার পুনরাবৃতি ঘটছে পশ্চিম বাংলায়।রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারি বাংলার সরকারকে কটাক্ষ করে বলেন এই রাজ্যেও চলছে তালিবান টু সরকার।পাঁশকুড়ার ঘটনা প্রসঙ্গে এভাবেই রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রবিবার চাঁপাডালিতে শুভেন্দুর কনভয় চলে যাওয়ার পর বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই প্রসঙ্গেই ক্ষোভ উগরে দেন শুভেন্দু।

{link}
শনিবার দুয়ারে সরকার অনুষ্ঠানে গিয়ে পৌঁছন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেপির সুকুমার ভুঁইয়া। তাতেই ক্ষুব্ধ হয়ে যায় অনুষ্ঠানে উপস্থিত জনতা এবং হামলা করা হয় সুকুমার ভুঁইয়ার উপর।তার অভিযোগ তৃণমূল কর্মীরা তাঁর ওপর হামলা করে। রবিবার রাতে তাঁর বাড়িতে যান শুভেন্দু। তাঁর কনভয় চলে যাওয়ার পর ফের হামলা হয় বলে অভিযোগ। ঘটনায় বিজেপির অন্ততঃ ১০ জন কর্মী জখম হন বলে গেরুয়া শিবিরের দাবি। বিজেপি নেতা কনিষ্ক পন্ডা বলেন, পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীর ওপর হামলার চেষ্টা করেছিল তৃণমূল। তাঁকে না পেয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। বাইক ভাঙচুর করা হয়েছে। এ প্রসঙ্গেই বিরোধী দলনেতা বলেন, একজন কাউন্সিলর আক্রান্ত হলেন, মাথা ফাটল। আর পুলিশ এল ৩৬ ঘণ্টা পরে। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে খুব বিপজ্জনক। বাংলায় তালিবান টু চলছে। 

{link}
তবে শুভেন্দুর দাবির সঙ্গে এক মত নয়  বাম কিংবা কংগ্রেস। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, শুভেন্দু অধিকারী বা সায়ন্তন বসুরা যে ভাষায় কথা বলছেন, তাতে বাস্তবতার কোনও জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শাসন চালাচ্ছেন, তাতে মোদির সঙ্গে তুলনা করা যায়। কিন্তু তালিবান টু বললে বাস্তবতা অস্বীকার করা হয়। তালিবানরা মহিলাদের অধিকার দেন না। তাই এ ধরনের কথা বিভ্রান্তিকর। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, এটি ঠিক পশ্চিমবঙ্গে আইন দুর্বল। তবে তালিবান সম্পূর্ণ আলাদা। তাদের কোনও রাজনৈতিক কাজ নেই।
{ads}

news politics Shubendhu Adhikari Mamata Banerjee Taliban BJP TMC Sujon Chakrabarty CPIM Duare sorkar West Bengal India

Last Updated :