header banner

শিলিগুড়িতে বাঘাযতীনের নামে পার্কের নাম নিয়ে রাজনীতি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

article banner

রাজ্যে ক্রমশ আরও জোরদার হচ্ছে শাসক ও বিরোধী শিবিরের লড়াই। বিশেষ করে এবার সেই লড়াইয়ে উঠে আসছে উত্তরবঙ্গের নাম। একটি ঘটনায় পার্কের নাম নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে! শিলিগুলির একটি পার্কের নামের সংক্ষিপ্ত রূপ বিজেপি। তা নিয়েই ‘গাত্রদাহ’ হচ্ছে তৃণমূলের। সেই কারণেই পার্কের নাম বদলের আহ্বান জানালেন শিলিগুড়ি পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। সূত্রের খবর ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন শিলিগুড়িবাসী। 

{link}
শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্রে রয়েছে বাঘাযতীন পার্ক। পার্কটি স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীনের নামে উৎসর্গীকৃত। এলাকাবাসীর মুখে মুখে পার্কটি হয়ে গিয়েছে ‘বিজেপি’। এই নাম নিয়েই আপত্তি জানিয়েছেন গৌতম। শুধু তাই নয়, এলাকাবাসীর কাছে পার্কটিকে বিজেপি নামে না ডাকার আর্জিও জানান রাজ্যের প্রাক্তন মন্ত্রী। শহরের একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন গৌতম। তখনই শহরবাসীর কাছে ওই আবেদন জানান তিনি। প্রাক্তন মন্ত্রী বলেন, বাঘাযতীন পার্কের শর্ট নেম বিজেপি। এই নামে আমার অ্যালার্জি আছে। তাই এই নামটির আগে কোনও একটি শব্দ বসানো হোক। 


স্মরণীয় এক স্বাধীনতা সংগ্রামীর নামাঙ্কিত একটি পার্কের নাম নিয়ে অযথা বিতর্ক কেন, সে প্রশ্ন তুলেছেন শহরবাসীর একটা বড় অংশ। শহরের কমবয়সীরা বলছেন, পার্কের নাম নিয়ে রাজনীতি করার কোনও প্রয়োজন নেই। তাই পার্কের নামও বদলানোর কোনও দরকার নেই। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন উন্নয়ন হয়নি পুরসভা এলাকায়। সেদিক থেকে দৃষ্টি ঘোরাতেই পার্কের নাম নিয়ে রাজনীতি। শিলিগুড়ির বিধায়ক বিজেপির শঙ্কর ঘোষও বলেন, উন্নয়ন বন্ধ রয়েছে। সেদিক থেকে শহরবাসীর দৃষ্টি ঘোরাতেই এসব আলটপকা মন্তব্য করছেন গৌতম দেব।

{link}
গৌতম দেবের এহেন মন্তব্যের কারনে শিলিগুড়িতে নায্য কারনেই বিপাকে পড়েছে বিজেপি। ওই পার্কটিকে ঘিরে এলাকার স্থানীয় মানুষদের মধ্যে একটি আবেগ রয়েছে। সেই আবেগে রাজনীতি জড়িয়ে যাওয়ার কারনে এবং রাজনৈতিক স্বার্থে তার চিরাচরিত পরিচিত নামের পরিবর্তন ওঠার কথায় অসন্তোষ জন্মেছে সাধারন মানুষের মনে। 
{ads}

news politics Siliguri freedom fighter Baghajatin BJP TMC Goutam Deb West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :