header banner

উত্তর ২৪ পরগনায় তৃণমূল কাউন্সিলরের ছেলের ফ্ল্যাটে মিলল বোমা

article banner

তৃণমূল কাউন্সিলরের ছেলের ফ্ল্যাটে মিলল বোমা, তাও আবার একটা নয় দুটো নয় গুনে গুনে প্রায় ৫০টা। উত্তর ২৪ পরগনার কামারহাটির আনোয়ার বাগানের ঘটনায় বিপুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর থেকে বেপাত্তা কাউন্সিলরের ছেলে। বিরোধীদের অভিযোগ, এলাকায় অশান্তি ছড়াতেই ফ্ল্যাটে বোমা মজুত করেছিলেন ফ্ল্যাটের মালিক। বোমাগুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

{link}
স্থানীয় সূত্রে খবর, এলাকার তৃণমূল কাউন্সিলর কামালউদ্দিন আনসারির ছেলে চন্দন আনসারির ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়েছিল। মাস কয়েক আগে ওই ভাড়াটে বিহারে চলে যান। শনিবার সন্ধেয় কামারহাটিতে ফিরে তালা খোলার চেষ্টা করেন। তালা খুলতে না পেরে তিনি বিষয়টি জানান স্থানীয়দের। সবাই মিলে তালা ভেঙে ফ্ল্যাটে ঢোকেন। দেখেন ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডারের পাশে ডাঁই করা ৫০টি কৌটো বোমা। ভীষন ভাবে ভয় পেয়ে যান স্থানীয়েরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার করা হয় তাজা বোমাগুলি। এর পরেই নিরাপত্তার দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। তাঁদের অভিযোগ, এলাকায় দিন দিন দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়লেও, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। অসামাজিক কাজকর্মও বাড়ছে। এতো কিছুর পরেও পুলিশের কোন পদক্ষেপ না নেওয়ার কারনে ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন এলাকাবাসী।

{link}
ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন ফ্ল্যাটের মালিক চন্দন। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের কড়া শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। বিরোধীদের দাবি, এলাকায় অশান্তি সৃষ্টি করতেই মজুত করা হয়েছিল তাজা বোমা। তবে ঠিক কী কারণে সেগুলি মজুত করা হয়েছিল, তা জানতে চন্দনকে জেরা করা প্রয়োজন বলেই মনে করছে পুলিশ। সেই কারণেই চলছে তাঁর খোঁজ। এ ব্যাপারে অবশ্য তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় এলাকার পুলিশ। এক বড়ো বিস্ফোরনের হাত থেকে রক্ষ পেয়েছেন এলাকার মানুষ। বিপদ ঘটতে পারত যে কোন সময়। 
{ads}

news politics South 24 Pargana Police Bomb Bomb Rescued TMC Councilor West Bengal India রাজনীতি সংবাদ বোমা

Last Updated :