header banner

শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ম্যানহোলের সঙ্গে তুলনা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের!

article banner

বঙ্গের মাটিতে রাজনীতি মানেই বাগযুদ্ধের লড়াই। উঠতে বসতে কেউ না কেউ কারুর না কারুর পক্ষে বিপক্ষে মন্তব্যে করেই থাকেন। এক এক সময় যা এতোটাই কুরুচিকর হয়ে ওঠে যে সকলেরই তাতে কান পাতা দায় হয়ে ওঠে। যদিও মানুষ এটি উপভোগও করেন বটে। এই যেমন ধরা যাক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ম্যানহোলের সঙ্গে তুলনা করলেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন শ্রাবন্তী। তার পরেই তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন বলে জল্পনা ছড়ায়। এই জল্পনার পরিপ্রেক্ষিতেই এই তারকা রাজনীতিককে একহাত নেন কল্যাণ। 

{link}
এক সময় টলিউডের আরও অনেক তারকার মতো শ্রাবন্তীও ছিলেন তৃণমূল ঘনিষ্ঠ। একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ সহ তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত শ্রাবন্তীকে। একুশের বিধানসভা নির্বাচনের আগে শ্রাবন্তী যোগ দেন গেরুয়া শিবিরে। বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হন তিনি। হেরে যান হাজার পঞ্চাশেক ভোটে। বিজেপির সামগ্রিক ফলও হতাশ করে বিজেপিতে যোগ দেওয়া লোকজনকে। 


বিজেপি ধরাশায়ী হলেও, ফেুলেফেঁপে ওঠে তৃণমূল। উনিশের লোকসভা ভোটে যে দলের আসন সংখ্যা একলপ্তে কমে গিয়েছিল ১২টির মতো, একুশের বিধানসভা নির্বাচনে তারাই বিপুল জনাদেশ নিয়ে ফেরে বাংলার তখতে। এর পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে শুরু করে ‘হাওয়া মোরগে’র দল। জলও মাপতে শুরু করেন অনেকে। সুযোগ বুঝে দল ছেড়েছেন অনেকেই। তবে শ্রাবন্তী যাননি। যদিও ভোটের ফল বেরনোর পর আর বিজেপির সঙ্গে যোগাযোগও রাখেননি। 

{link}
বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে বিষোদ্গার করে বিজেপি সংস্রব ত্যাগ করার কথা ঘোষণা করেন শ্রাবন্তী। তার পরেই তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন বলে জল্পনা ছড়ায়। এরই প্রেক্ষিতে তৃণমূল নেতা তথা হুগলির সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রাবন্তীকে তুলনা করেন ম্যানহোলের সঙ্গে। তিনি বলেন, গঙ্গা বয়। গঙ্গার পাশে অনেক শহর থাকে। সেই শহরের ময়লা জমে ম্যানহোলে। ম্যানহোল খুলে দিলে সেই ময়লা গঙ্গায় মিশতে চাইবে। গঙ্গার জলে ভাসবে। এর থেকে বেশি আর কী হবে! এবার আবার তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবার শ্রাবন্তী স্বয়ং কোন জবাব দেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় রাজ্যবাসী। 
{ads}

news politics Srabanti Chatterjee Kalyan Banerjee TMC BJP Mamata Banerjee Dilip Ghosh West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :