header banner

'এ রাজ্যে গণতন্ত্র নেই, প্রশাসন শুধুমাত্র বিরোধীদের কোণঠাসা করে পিসি ভাইপোকে নিরাপত্তা দেয়'- শুভেন্দু

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ার পাঁচলায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর সমারোহ অনুষ্ঠানের শুভ দারৎঘাটন ও ভূমিসুদ্ধি অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার। বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় এই অনুষ্ঠানে যোগদান করে বিরোধী দলনেতা। এই অনুষ্ঠানে বিপুল পরিমানে সাধারন মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রথমে রাধা-কৃষ্ণের মূর্তির উন্মোচন করার পর নিজে হাতে ঠাকুরের আরতি করেন বিরোধী দলনেতা। 

{link}
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করার পাশাপাশি একাধিক রাজনৈতিক প্রশ্নের উত্তর দেন তিনি। এ রাজ্যে গণতন্ত্র নেই, প্রশাসন শুধুমাত্র বিরোধীদের কোণঠাসা করে পিসি ভাইপোকে নিরাপত্তা দেয়। নেতা-মন্ত্রীদের পরিবারের লোক ফেল করলেও চাকরি পায় ঘুষ দিয়ে চাকরি পায়। পার্থ চট্টোপাধ্যায় আজ কড়া বক্তব্যে সরাসরি তিনি বলেন এসব পাপী লোকেদের কথায় মন্তব্য না করাই ভালো। উনি দোষী শাস্তি পাবেন ওনার মাথা খারাপ হয়ে গেছে। তাই সংবাদমাধ্যমের শিরোনামে থাকতে বাজারি কথা বলছেন। পাশাপাশি সৌগত রায়ের করা দিলীপ ঘোষ কে নিয়ে মন্তব্যে সরাসরি এড়িয়ে যান। 
{ads}

news politics Suvendu Adhikari BJP democracy Anubrata Mondal Panchal Howrah West Bengal India সংবাদ

Last Updated :