header banner

তৃণমূলের 'বহিরাগত' অস্ত্রেই এবার তৃণমূলকে আক্রমন শুভেন্দুর

article banner

রাজ্যের বিরোধী দলনেতার পদ দায়িত্ব নিয়ে নিখুঁতভাবেই সামলাচ্ছেন শুভেন্দু অধিকারী। একসময় যে বহিরাগত অস্ত্রে বিজেপি বধ করেছিল তৃণমূল এবার বহিরাগত অস্ত্রই বুমেরাং হল তৃণমূলের! ফিরিয়ে দিলেন সেই একসময়কার তৃণমূলেরই সৈনিক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা ভোটে যে হাতিয়ারে হাওয়া গরম করেছিলেন তৃণমূল নেতারা, এবার সেই একই শস্ত্র নিক্ষেপ করলেন শুভেন্দুও। ‘বাংলার মেয়ে’ কেন রাজ্যসভায় বহিরাগতদের প্রার্থী করলেন, সরাসরি সে প্রশ্নও তোলেন তিনি। 


একুশের বিধানসভা ভোটে বাংলার রাজনীতি সরগরম হয়েছিল বেশ কয়েকটি শব্দবন্ধের অভিঘাতে। তাদেরই মধ্যে অন্যতম জনপ্রিয় একটি হল বাংলার মেয়ে, আর একটি হল বহিরাগত। তৃণমূলের তরফে দলনেত্রীকে বাংলার মেয়ে তকমা দিয়ে ভোট ভিক্ষে করা হয়। আর বিজেপি নেতাদের দেগে দেওয়া হয় বহিরাগত বলে। 

{link}
তৃণমূলের এই দুই অস্ত্রেই বধ হয় বিজেপি। ২০০ আসনের লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও, মাত্র ৭৭টি আসন যায় গেরুয়া ঝুলিতে। ২১৩টি আসন পায় তৃণমূল। বিপুল জয়ে উৎসাহিত হয়ে গোটা দেশে সংগঠন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন তৃণমূল নেতৃত্ব। সেই মতো উত্তর পূর্বের ত্রিপুরা এবং আরব সাগরের তীরের গোয়া রাজ্য দখলে কোমর বেঁধে নেমে পড়েন তৃণমূল নেতৃত্ব। উত্তরপূর্ব দখলে দলে টেনে নেওয়া হয় কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবকে। আর গোয়ার সাতবারের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকেও টেনে নেয় জোড়াফুল শিবির। পুরস্কার স্বরূপ  দুজনকেই দেওয়া হয় রাজ্যসভার পদ। একেই কটাক্ষ করেছেন শুভেন্দু। টুইটে তিনি লেখেন, বহিরাগতদের দিয়ে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার আসন নষ্ট করছেন বাংলার মেয়ে। ট্যাগ করেছেন সুস্মিতা ও লুইজিনহোকে। সঙ্গে লিখেছেন, বাঙালির কি এই বঞ্চনায় প্রতিক্রিয়া দেখানো উচিত নয়? অসম ও গোয়ায় তৃণমূলের টিকিটে নির্বাচিত হওয়ার সুযোগ না থাকলে, বাংলাকে কেন তার মূল্য দিতে হবে?

{link}
শুভেন্দুর এই প্রশ্নে যুক্তি আছে বলেও মনে করছেন বাংলার একটা অংশের রাজনীতিবিদেরা। যদিও এই প্রসঙ্গে এখনও কোন প্রতিক্রিয়া আসেনি তৃণমূল দল কিংবা সেই দলের কোন নেতৃত্বের মুখ থেকে। লড়াই কিন্তু জমেছে ভালোই! 
 

news politics Suvendu Adhikari TMC BJP Susmita Deb Luizinho Feleiro Mamata Banerjee West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :