header banner

"শুভেন্দু অধিকারী মাথামোটা"

article banner

পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূলের অবিরাম দ্বন্দ্বের কথা নতুন নয়।একের পর এক বিতর্কে জরিয়ে থাকেন উভয় দলের কর্মীরা। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে মাথা মোটা বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবির।  প্রসঙ্গত শনিবার ডেবরা বিধানসভার মাড়তলা এলাকার সৈয়দ সাহাবুদ্দীন মডেল স্কুলের একটি সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন  ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হয়। এই অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাজ্যের কারিগরী শিক্ষা দফতরের মন্ত্রী তথা ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবির এই অনুষ্ঠান থেকে স্কুলের উন্নয়নের জন্য রাজ্যের সংখা লঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী হাজী গোলাম রব্বানী  সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন এছাড়াও শিক্ষা ক্ষেত্রেও আরও উন্নয়নের জন্য স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও অভিভাবকদের ও ইন্টারনেট ব্যবহারের সঠিক পরামর্শ ও দেন। 

{link}
রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন স্কুলের উন্নয়নের জন্য যথাসাধ্য সাহায্য করবেন এছাড়াও রাজ্যের উপনির্বাচন নিয়ে শুভেন্দু অধিকারী বলেন নন্দীগ্রামের মতো ভোট হলে বিজেপি জিতবে এবং ভবানীপুর এর মতো গনতন্ত্রের ধংস হবে। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবির মাথা মোটা বলে কটাক্ষ করেন তিনি বলেন শুভেন্দু কিছুই বোঝেনা ও মাথা মোটা। সৈয়দ সাহাবুদ্দীন মডেল স্কুলের সম্পাদক সেক সেরাজুদ্দীন আহমেদ বলেন তিনি নিজে শিক্ষিত নন তবুও ২০০৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই স্কুলের উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন এবং মন্ত্রীর কাছেও আবেদন করেছেন। এই স্কুলের যেসব প্রাক্তন ছাত্র আজকে বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছেন তাদের কাছেও স্কুলের উন্নয়নের জন্য যথেষ্ট সাহায্যের আশা রাখেন।
{ads}

news politics Syed Sahabuddin Subendhu Adhikari TMC BJP School Education event Felicitaion West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article