header banner

ভঙ্গ হল পদ্মপ্রীতি, অতীতর সব কর্মকান্ড ভুলে ঘাসফুল শিবিরে যোগদান বাবুলের

article banner

এটাও হতে পারে! সত্যি ভাবা যায়? হ্যাঁ এহেন কথাই উঠে আসছে বিভিন্ন রাজ্যবাসীর মুখ থেকে। কিসের প্রতিক্রিয়া? কারন হলেন বিজেপির রাজ্যের অন্যতম কেন্দ্রীয় মুখ বাবুল সুপ্রিয়। কি করলেন তিনি? কার্যত বিনা মেঘে বাংলার রাজনৈতিক মহলে বজ্রপাত ঘটিয়ে যোগদান করলেন শাষক শিবির তৃণমূল কংগ্রেসে।

 
এটাও হতে পারে হয়ত ভাবেননি অনেকেই। কিন্তু সকলকে চমকে দিয়েই আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির অন্যতম কেন্দ্রীয় মুখ বাবুল সুপ্রিয় যোগ দিলেন তৃণমূলে। শনিবার কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি। যোগদান অনুষ্ঠানে ছিলেন উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। ২০১৪ সালে আসানসোল থেকে প্রথমবার সাংসদ হন বাবুল সুপ্রিয়। হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। ২০১৯ সালেও বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন  তিনি। মন্ত্রিত্বও পেয়েছিলেন তিনি। 


কিন্তু ঠিক কি কারনে দল ছাড়লেন তিনি? সেটা এখনও অস্পষ্টই। কেউ বলছেন এর পিছনে কারন হতে পারেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা জীতেন্দ্র তিওয়ারি আবার কেউ বলছেন তাকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে তাকে সরিয়ে দেওয়াও একটি বড়ো কারন হতে পারে। যদিও এখনও পর্যন্ত তিনি নিজে এই সম্পর্কে স্পষ্টভাবে কিছুই জানাননি। 
{ads}

news politics TMC BJP Babul Suprio Abhishek Banerjee Mamata Banerjee West Bengal India Dilip Ghosh রাজনীতি বিজেপি তৃণমূল বাবুল সুপ্রিয়

Last Updated :