header banner

ভাটপাড়া পৌরসভার ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ সহ পোস্টার

article banner

প্রকাশ্যে কুরুচিকর মন্তব্যযুক্ত পোস্টার তৃণমূল কংগ্রেস প্রার্থীর দিকে। রবিবার যখন কলকাতা পুরোভোটের মধ্যে রীতিমতো উত্তপ্ত রাজ্য রাজনীতি, সেই একই দিনে ভাটপাড়া পৌরসভার ১০ এবং ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর যথাক্রমে মনোজ গুহ এবং সীমা মন্ডল এর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে পোস্টার পড়লো জগদ্দলের গোলঘর এলাকায়। তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের পাশাপাশি চুরি ও তোলাবাজির অভিযোগ তুলে তাদের যেন পৌর নির্বাচনের টিকিট দেওয়া না হয় তা লিখে দেওয়া হয়েছে এই পোস্টারে,। একইসাথে স্থানীয় নাগরিকদের তরফ থেকে বলে উল্লেখ করা হয়েছে পোস্টারে। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা জানা এখনও জানা যাচ্ছে না। 

{link}
সকাল থেকে এই পোস্টার চোখে পড়ার পর থেকেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। সাধারনভাবে পোস্টারের তলায় স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে পোস্টার দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হলেও এর পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে চাননি দুই কাউন্সিলর। কে বা কারা এই পোস্টার লাগালো, এবং কথাগুলি আদৌ সত্য কি না এই মূহুর্তে এলাকার স্থানীয় মানুষদের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে বিস্তর জল্পনা শুরু হয়েছে বলেও সূত্রের খবর। 
{ads}

news politics TMC BJP CPIM Congress Mamata Banerjee Madan Mitra poster protest Vatpara West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :