header banner

১৯শে নির্বাচনের পর ২১শে ডিসেম্বরই ফল প্রকাশের সম্ভাবনা কলকাতা পুরভোটের

article banner

গতকালই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা হয়েছে কলকাতা পুরসভা নির্বাচনের দিনক্ষণের। জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আসন্ন ১৯শে ডিসেম্বর পুরভোট হওয়ার পরে ২১শে ডিসেম্বরই বের হতে পারে কলকাতা পুরসভা নির্বাচনের ফল। এদিনই স্পষ্ট হয়ে যাবে পুরসভার রাশ কার করায়ত্ত হবে। বিপুল সম্ভাবনা থাকলেও শুক্রবার বেলা একটা পর্যন্তও প্রকাশিত হয়নি তৃণমূলের প্রার্থী তালিকা। যদিও শুরু হয়ে গিয়েছে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শাসক দলের প্রচার। 


১৯শে ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। ২০১৮ সালেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এই পুরসভার। তার আর ভোট হয়নি। তার আগের নির্বাচনে পুরসভার ১৪৪টি আসনের মধ্যে ১২৪টিতে জয় পেয়েছিল তৃণমূল। সেবার সিপিএম পেয়েছিল ১৩টি আসন। ৫টি আসন পেয়ে বিজেপি হয়েছিল তৃতীয়। আর ২টি মাত্র আসন পেয়ে কোনওক্রমে অস্তিত্ব টিকিয়ে রেখেছিল কংগ্রেস। 

{link}
এবার পুরসভার সবকটি আসনেই জিততে চায় তৃণমূল। তাই মাস কয়েক আগেই সার্ভে করে নিয়েছে ইলেকশন স্পেশালিস্ট প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। তার ভিত্তিতেই প্রার্থী তালিকা তৈরি করেছে তৃণমূল। এদিন প্রার্থী তালিকা প্রকাশ করার কথা বামেদেরও। 

{link}
নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৯শে ডিসেম্বর ভোট হলে, ফল বের হবে তার ঠিক দুদিন পরে। ভোট গ্রহণ হবে ৪ হাজার ৭৪২টি মূল পোলিং বুথে অক্সিলিয়ারি পোলিং বুথ রয়েছে ৩৮৫টি। ভোটার ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২ জন। শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ। শেষ দিন পয়লা ডিসেম্বর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। পুরসভা এলাকার বিভিন্ন দেওয়ালে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেওয়াল লিখতে শুরু করে দিয়েছেন শাসক দলের কর্মীরা। অপেক্ষা শুধু প্রার্থীর নাম ঘোষণা হওয়ার, তারপরেই কার্যত শুরু হয়ে যাবে ময়দানে প্রকাশ্যে প্রচারের লড়াই। বিধানসভা ভোটের পর এবার পুরসভা নির্বাচনের পালা। 

{ads}
 

news politics TMC BJP CPIM Congress election corporation election Kolkata result day West Bengal India রাজনীতি

Last Updated :