header banner

অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা মহিলাদের, আজই প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা তৃণমূলের

article banner

পূর্বে হয়ে থাকা অনুমান মতো আজই শুক্রবার আর কয়েক ঘণ্টা পরেই প্রকাশিত হবে তৃণমূলে প্রার্থী তালিকা। সূত্রে পাওয়া খবর অনুযাই এবার প্রার্থী তালিকায় থাকছে একগুচ্ছ চমক। ত্রিপুরার পুরভোটে প্রকাশিত তৃণমূলের প্রার্থী তালিকার ন্যায় কলকাতা পুরভোটেও প্রার্থী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন মহিলারা। এর পাশাপাশি পুরোনো অভিজ্ঞদের যায়গায় নতুন মুখ অর্থাৎ যুবদেরও গুরুত্ব দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। 

{link}
চলতি বছরের বিধানসভা নির্বাচনের সময়ই এক ব্যক্তি এক পদ নীতি ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পরে তিনি তা লাগুও করেন। জেলা সভাপতিরা একই সঙ্গে মন্ত্রী পদে থাকতে পারবেন না বলেও জানিয়েছিলেন তিনি। তার জেরে পদ হারান অনেকে। সংগঠনের ভোল বদলে যাওয়ায় জেলা সংগঠন থেকে বাদ পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক, সৌমেন মহাপাত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অরূপ রায় সহ একঝাঁক হেভিওয়েট নেতা।

{link}
তৃণমূল সূত্রে খবর, কলকাতা পুরসভার ভোটেও এক ব্যক্তি এক পদ নীতি কঠোরভাবে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। প্রার্থী হতে চেয়ে আবেদন পত্র জমাও পড়েছে বিস্তর। এই সব আবেদনপত্র বিবেচনা করেই বাছার করা হয়েছে ১৪০ জনের নাম। কলকাতা পুরসভার আসন সংখ্যা ১৪৪। তার মধ্যে পুরসভার ৪৪টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। তৃণমূল সূত্রে খবর, এই আসনগুলিতে মহিলা প্রার্থী তো দেওয়া হচ্ছেই, আরও ১৬টি ওয়ার্ডেও প্রার্থী হিসেবে বেছে নেওয়া হচ্ছে মহিলাদের। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে তরুণদেরও। দলীয় কাউন্সিলরদের পারফরম্যান্সও বিচার করা চলছে। তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসির প্রতিনিধিত্বও থাকার সম্ভাবনা রয়েছে প্রার্থী তালিকায়। ১৪০ আসনে প্রার্থী চূড়ান্ত হলেও, চারটি আসন খালি রয়েছে। এই চার আসনে চার পোড়খাওয়া রাজনীতিককে নামানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে তৃণমূল সূত্রে খবর।

 

সবমিলিয়ে আসন্ন পুরসভা নির্বাচনেও নিজেদের প্রার্থীদের উপর আত্মবিশ্বাসী হয়েই দলের তালিকা প্রকাশ করবে রাজ্য ঘাসফুল শিবির। এই মুহূর্তে তাদের পরিকল্পনাও রয়েছে একদম তৈরি। সম্পূর্নভাবে কোমর বেঁধেই লড়াইয়ে নামতে চলেছে তারা। আসন্ন নির্বাচনে কোন কোন পুরসভায় চমক দিতে চলেছে জোড়াফুল শিবির সেই দিকেই এখন তাকিয়ে বিরোধী শিবির ও রাজ্যের মানুষ। 


{ads}

news politics TMC BJP CPIM Mamata Banerjee candidate list corporation election election Kolkata West Bengal India রাজনীতি সংবাদ পুরসভা নির্বাচন কলকাতা

Last Updated :