header banner

শুন্য থেকে ফেরার লড়াইয়ে বঙ্গবাসীর আস্থা ফেরাতে রেড ভলেন্টিয়ার্সরাই ভরসা বামফ্রন্টের

article banner

শুন্য থেকে ফেরার লড়াইটা শুরু হয়েছিল তাদের হাত ধরেই। একুশে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর যখন সবাই করোনা ভয়ে ত্রস্ত, তখন তারাই একের পর এক মুমূর্ষূ রোগীর প্রান ফিরেয়ে দিয়েছিলেন, দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস। এবার বঙ্গবাসীর আস্থা ফেরাতে সেই রেড ভলেন্টিয়ার্সদের ভোটের ময়দানে নামাতে চাইছেন বামফ্রন্ট নেতৃত্ব! কলকাতা ও হাওড়া পুরভোটেই তাঁদের নামিয়ে দেওয়া হবে ভোটের ময়দানে। যেহেতু করোনা অতিমারীর ভয়াবহ দিনগুলিতে আমজনতার পাশে ছিলেন তাঁরা, তাই এই পুরস্কার বলে আলিমুদ্দিন স্ট্রিটের একটি সূত্রের খবর। 

{link}
একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় ধুয়ে মুছে সাফ হয়ে যায় বামেরা। যদিও ওই ভোটে তরুণদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছিল। উপনির্বাচনে বাজিমাত করতে না পারলেও, ভোটের হার বেড়েছে বামেদের। সেই কারণেই এবার তরুণ মুখের ওপর নজর আলিমুদ্দিন স্ট্রিটের। সূত্রের খবর, হাওড়া ও কলাকাত পুরভোটে রেড ভলেন্টিয়ার্সদের নামাতে পারে সিপিএম। ২০২০ সালে করোনা সংক্রমণ অতিমারীর রূপ নিলে রেড ভলেন্টিয়ারর্স বাহিনী গড়ে তুলেছিল সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা। লকডাউন পর্বে নিরন্ন মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে করোনা সংক্রমিত রোগীদের হাসপাতালে পৌঁছানো সহ তাঁদের যাবতীয় কাজকর্ম নিষ্ঠার সঙ্গে করেছিলেন রেড ভলেন্টিয়ার্সরা। যাঁর হোম আইসোলেশনে ছিলেন, তাঁদের আপদে বিপদেও পাশে দাঁড়িয়েছিলেন এঁরা। তাই এবার পুরভোটে এঁদের মধ্যে বেশ কয়েকজনকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন আলিমুদ্দিনের কর্তারা।

{link}
সূত্রের খবর, কলকাতা পুরসভার ২০ থেকে ২৫টি ওয়ার্ডে প্রার্থী করা হতে পারে রেড ভলেন্টিয়ার্স বাহিনীর হাজার-বারোশো সদস্যদের মধ্যে। কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না ধরে নিয়েই নানা পরীক্ষা নিরীক্ষায় মনোযোগ দিয়েছেন বাম কর্তারা। তখনই ঠিক হয়ে, প্রার্থী করা হবে রেড ভলেন্টিয়ার্সদের মধ্যে থেকে। এভাবেই যাচাই করে নেওয়া হবে জন-গণ-মনের মত। একসময় প্রানের পরোয়া না করে তারা লড়েছিলেন সাধারন মানুষের জন্য। সেই লড়াইয়ে প্রানও হারিয়েছেন বেশ কয়েজন। এহেন ‘বিপদের বন্ধু’-দের কেই সাধারন মানুষ পুরসভা নির্বাচনে নিজেদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেন কি না, তাই দেখার বিষয়। 
{ads}

news politics TMC BJP CPIM Red Volunteers election left font corporation Howrah Kolkata West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :