header banner

বামেদের মতোই এবার 'একলা চলো' নীতি কংগ্রেসেরও

article banner

বামফ্রন্ট ভেঙে যাক চাননি ফ্রন্ট নেতারা। তাই ফরওয়ার্ড ব্লকের হুঁশিয়ারি পেয়ে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে অস্বীকার করেন বাম কর্তারা। অগত্যা এবার রাজ্যে বামেদের পাশাপশি একলা চলো নীতি নিলেন কংগ্রেস নেতারাও। কলকাতা এবং হাওড়া পুরসভা নির্বাচনে নিজেদের শক্তি ঝালিয়ে নিতে চাইছে সোনিয়া গান্ধির দলও। এতএব আসন্ন পুরসভা নির্বাচনে একটা অন্যরকম লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে রাজ্যের মানুষজন।  

{link}
শীঘ্রই ঘোষণা হতে পারে কলকাতা, হাওড়া সহ ১১২টি পুরসভার ভোটের নির্ঘণ্ট। তাই তার আগে কংগ্রেসের সঙ্গে জোট গড়া হবে কিনা, তা নিয়ে আলোচনায় বসেছিল বামফ্রন্ট। সেখানেই ফরওয়ার্ড ব্লকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, জোট নয়, ফরওয়ার্ড ব্লক একলা চলো নীতির পক্ষেই। এবং কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধলে যে ফরওয়ার্ড ব্লক ফ্রন্ট ছেড়ে বেরিয়ে যাবে, তাও স্পষ্ট করে দিয়েছেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। শুধু তাই নয়, সেক্ষেত্রে আসন্ন নির্বাচনে তারা আলাদা আলাদাভাবে লড়বে বলেও জানিয়ে দিয়েছেন তাঁরা। ফরওয়ার্ড ব্লকের একলা চলো নীতির এই দাবির নেপথ্যে রয়েছে শান্তিপুর উপনির্বাচনে বামেদের ভোট বৃদ্ধি। শান্তিপুরে একলা লড়ে ভালোই ফল করেছে সিপিএম। তার পরেই দলের অন্দরে জোরালো হয়েছে একলা চলোর দাবি।

{link}
ফ্রন্টের অন্দরে গুমরে ওঠা সেই দাবিকেই মান্যতা দিতে আসন্ন পুরভোটে জোটে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাম নেতারা। তাই একলা লড়তে হচ্ছে কংগ্রেসকেও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, কলকাতা ও হাওড়ার সব আসনেই আমরা প্রার্থী দেব। তিনি বলেন, আমাদের সঙ্গে জোট নিয়ে কারও কোনও কথা হয়নি। তাই জোট নিয়ে আমরা কোনও কথাই বলব না। অধীর বলেন, এককভাবে লড়াই করতে কলকাতা ও হাওড়া জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যে বর্তমানে সাইনবোর্ড নামে পরিচিত হয়ে উঠেছে কংগ্রেস, এহেন অবস্থায় পুরসভা নির্বাচনে কি কোন ছাপ ফেলতে আদৌ সক্ষম হবেন তারা? প্রশ্ন সেখানেই… 
{ads}

news politics TMC BJP Congress TMC BJP election corporation election Kolkata Howrah West Bengal 21st India রাজনীতি সংবাদ

Last Updated :