header banner

তৃণমূলের 'দুয়ারে সরকার' প্রকল্পের অনুকরনে গোয়ায় 'সরকার তুমচ্ছা দারি' প্রকল্প বিজেপির

article banner

এবার কয়েকদিন আগেই গোয়া জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়া তৃণমূলকে নকল করার অভিযোগ শাসক শিবির বিজেপির বিরুদ্ধে। একুশের বিধানসভা নির্বাচনের পরেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে দুয়ারে সরকার প্রকল্প। একই প্রকল্প চালু করতে চলেছে গোয়ার বিজেপি সরকারও বলে সূত্রের খবর। গোয়ানিজ ভাষায় প্রকল্পটির নাম সরকার তুমচ্ছা দারি। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় দুয়ারে সরকার। আগামী রবিবারই প্রকল্পের উদ্বোধন করবেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তৃণমূলের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা মডেল অনুসরণ করছে গোয়া বিজেপি সরকার। 

{link}
আরব সাগরের তীরের ছোট্ট রাজ্য গোয়ায় জোড়াফুল ফোটাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। নতুন বছরের ফেব্রুয়ারিতেই ভোট হওয়ার কথা গোয়ায়। ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় একসময় ছিল কংগ্রেসের রমরমা। গত বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসে বিজেপি। বিজেপিকে হঠাতে মরিয়া তৃণমূল কংগ্রেস ঘাঁটি গেড়ে সে রাজ্যে বসিয়ে রেখেছে ডেরেক ও'ব্রায়েনকে। তিনি ক্যাথলিক খ্রিষ্টান। গোয়ায় খ্রিষ্টান সম্প্রদায়ের প্রচুর মানুষ রয়েছেন। ডেরেকের পাশাপাশি গোয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্রকে। তার আগে তৃণমূল দলে টেনেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে। কংগ্রেসের সাতবারের বিধায়ক তিনি। দুবার মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। দলবদলের পুরস্কার স্বরূপ তাঁকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। তিনিও নেমেছেন কোমর কষে। 
গোয়া বিধানসভায় বিজেপির বিধায়ক রয়েছেন ২৭জন। কংগ্রেসের রয়েছেন ৫জন, গোয়া ফরওয়ার্ড পার্টির ৩জন, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির ১জন, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির ১জন সদস্য। ৩জন নির্দলও রয়েছেন। যদিও ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের পরে পরে এমন ছবি ছিল না। সেবার কংগ্রেস পেয়েছিল ১৭টি আসন। বাকিগুলি বিজেপি। দলবদলের খেলায় বদলে যায় বিধানসভার ছবি। 

{link}
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুয়ারে সরকার চালু করেও বিশেষ সুবিধা করতে পারবে না গোয়া বিজেপি। কারণ সেখানে ইতিমধ্যেই জাঁকিয়ে বসেছে তৃণমূল। ভূমিপুত্র লুইজিনহোর পাশাপাশি রয়েছেন ক্যাথলিক খ্রিষ্টান ডেরেক। আর রয়েছেন তুখোড় ইংরেজি বলিয়ে মহুয়া। তার উপর তৃণমূলে যোগদান করেছেন নাম করা ক্রীড়া ব্যাক্তিত্ব লিয়েন্ডার পেজ। গোয়ায় নিজ জমি যথেষ্টই মজবুত করতেও সক্ষম হয়েছে ঘাসফুল শিবিরের। তাই একটা বড়ো অংশের রাজনীতিবিদদের মতামত গোয়ার তখতে তৃণমূলের আসাটা স্রেফ সময়ের অপেক্ষা।
{ads}

news politics TMC BJP Goa Luizinho Feleiro Derek O Braien Mahua Maitra West Bengal Mamata Banerjee India রাজনীতি সংবাদ

Last Updated :