header banner

তৃণমূল কর্মী দাদার মারে মৃত্যু বিজেপি কর্মী ভাইয়ের

article banner

দাদার মারে মৃত্যু হয়েছে ভাইয়ের। এই ঘটনায়ও লেগেছে রাজনীতির রং। অভিযুক্ত দাদা তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত। আর ভাই বিজেপি কর্মী। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ঘরছাড়া ছিলেন সমরেশ পাল। ঘরে ফিরতেই শুরু হয় মারধর। অভিযোগ, কয়েকজনকে জুটিয়ে সমরেশকে পিটিয়ে মেরে ফেলে দাদা অনিমেষ।  

স্থানীয় সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ঘরছাড়া ছিলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের কোস্টাল থানা এলাকার মাঝের গ্রামের সমরেশ। ২০ জুলাই তিনি কাকদ্বীপের বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে আসেন। অভিযোগ, সেই সময় অনিমেষ কয়েকজনকে জুটিয়ে সমরেশের ওপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় সমরেশকে। মাথা ফাটিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। 

{link}
বেশ কিছুক্ষণ পরে খবর পেয়ে অকুস্থলে আসেন সমরেশের এক দিদি। তিনিই তাঁকে উদ্ধার করে নিয়ে যান কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। পরে স্থানান্তরিত করা হয় কলকাতার এক নার্সিংহোমে। রবিবার সেখানেই মৃত্যু হয় তাঁর। এদিন গ্রামে নিয়ে আসা হয় দেহ। বিজেপির অভিযোগ, রাজনৈতিক হিংসার জেরেই এই ঘটনা। যদিও তৃণমূলের দাবি, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।


একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজনৈতিক হিংসার অশান্তির খবর আসছিল আকছার। পরিস্থিতি খতিয়ে দেখতে খোদ রাজ্যপাল কোচবিহার ও নন্দীগ্রাম পরিদর্শন করেন। রাজ্যে নির্বাচনোত্তর হিংসা ব্যাপক আকার ধারণ করেছে বলে অভিযোগ তোলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরাও।

{ads}

news politics TMC BJP Kakdwip South 24 Paragana Murder crime West Bengal India রাজনীতি খুন সংবাদ মৃত্যু

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article