header banner

সোমবার সকালে কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করার সম্ভাবনা বিজেপির

article banner

প্রবল সম্ভাবনা থাকলেও আজ নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি রাজ্যের শাসক শিবির। কিন্তু একধাপ এগিয়ে এসে তা করে দিয়েছে সিপিআইএম। এবার বড়ো চমক লাগিয়ে সোমবার সকালে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন গেরুয়া নেতৃত্ব। এদিনই কলকাতা পুরসভার সবকটি আসনেই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন তাঁরা। শুক্রবার বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামেরা। সোমবার বিজেপি। তবে তার আগে দুদিনের বৈঠকে বসছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। 


গত কয়েক বছর ধরে সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে আসছে তৃণমূল। তবে এদিন দুপুরেই প্রার্থী তালিকা প্রকাশ করে দেন বামেরা। প্রার্থী ঘোষণা না হলেও, পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় দেওয়াল লিখতে শুরু করে দিয়েছেন উৎসাহী তৃণমূল কর্মী-সমর্থকরা। বামেরা দেওয়াল লিখন শুরু না করলেও, আগামিকাল, শনিবার থেকেই দলীয় কর্মীরা কাজ শুরু করে দেবেন বলে আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর। 

{link}
এদিকে, প্রতিবারই সব শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেন গেরুয়া নেতৃত্ব। একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে ব্যাপক ক্ষোভ-বিক্ষোভ হয় গেরুয়া অন্দরে। এবারও সেই আশঙ্কা রয়েছে পদ্ম শিবিরে। 


অশান্তি এড়াতে আগামিকাল শনিবার এবং রবিবার হেস্টিংসে দলীয় কার্যালয়ে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিটির দুদিনের বিশেষ বৈঠকে বসছেন বিজেপি কর্তারা। দু দিনের এই বৈঠকে উপস্থিত থাকবেন সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, অর্জুন সিং, দীনেশ ত্রিবেদী, রাজু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বিজেপির নির্বাচন কমিটির কাছে যে চূড়ান্ত তালিকা জমা হয়েছে, বৈঠক শেষে তাতেই শিলমোহর পড়ার কথা। 

{link}
প্রসঙ্গত, এবার বিজেপি অফিসের সামনে বক্স রাখা হয়েছিল। যাঁরা প্রার্থী হতে ইচ্ছুক, তাঁরা আবেদন পত্র জমা দিয়েছেন। তার থেকেই চূড়ান্ত করা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নাম। শিলমোহর মিললেই করা হবে প্রকাশ। এখন নিজেদের তালিকা প্রকাশের মাধ্যমে আসন্ন পুরসভা নির্বাচনে বিজেপি তাক লাগাতে সক্ষম হয় কি না, তাই দেখার বিষয়। 
{ads}

news politics TMC BJP candidate list Kolkata Corporation election KMC election West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :