রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের বৈঠক মানেই উত্তপ্ত আলোচনা। সেহেন কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের বৈঠকেই কেন্দ্রীয় নেতার কাছ থেকে ধমক খেলেন বিজেপি রাজ্য নেতারা। সূত্রের খবর কলকাতা পুরনিগমের নির্বাচনের আগে সোমবার আইসিসিআর-এ রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। সেই বৈঠকেই বিজেপির আইটি সেলের প্রধান মালব্য কেন্দ্রীয় নেতাদের ধমক দেন। তিনি বলেন, আপনার তো লড়াইয়ের আগেই হেরে বসে আছেন! যদিও রাজ্যের একাধিক রাজনৈতিক ব্যাক্তিত্বের মতামত ধমকের সুরে সত্যিটাই তুলে ধরেছেন তিনি।
{link}
সূত্রের খবর, ১০ই ডিসেম্বরের মধ্যে রাজ্য বিজেপি নেতৃত্বকে বুথ এজেন্টদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন অমিত। সে প্রসঙ্গে রাজ্য বিজেপির এক নেতা জানান, এত তাড়াতাড়ি বুথ এজেন্টদের নাম শাসকদল জেনে গেলে অত্যাচার করবে। তাই এখনই তা জানানো হচ্ছে না বলেও জানান তিনি। রাজ্যের এক নেতার মুখে এ কথা শুনে রেগে যান আইটি সেলের প্রধান। ধমক দিয়ে মালব্য বলেন, এভাবে চলবে না। আপনারা তো লড়াইয়ের আগেই হেরে বসে আছেন? রাজ্য নেতাদের দলীয় কর্মীদের পাশে থাকার নির্দেশও দেন মালব্য।
{link}
১৯শে ডিসেম্বর কলকাতা পুরনিগমের ভোট। হাতে ১৫ দিনও সময় নেই। নেতারা ব্যস্ত নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়িতে। তাই এখনও সেভাবে ঝড় ওঠেনি প্রচারে। বিজেপির একটি সূত্রের খবর, পরিচালন কমিটিতে যাঁদের রাখা হয়েছিল, তাঁদের অনেকেই কলকাতা ভালো করে চেনেন না। তাই প্রচারে ঝড়ও উঠছে না। গেরুয়া শিবিরের হাতেগোণা যে কজন নেতা প্রচার করছেন, তাতে কতটা সোনা ফলবে, তা নিয়ে সন্দিহান বিজেপির রাজ্য নেতৃত্বই। আশাহত হয়ে ঘরে সেঁধিয়ে গিয়েছেন অনেকেই। যাঁরা প্রচারে বের হচ্ছেন, সেখানেই ঝাঁঝ হচ্ছে কই। এখানেই ঘটেছে বিপাক, কারন এভাবে চলতে থাকলে সত্যিই পুরসভা নির্বাচনে সিট বাড়ন্ত হয়ে উঠবে বিজেপির কাছে। আগে থেকে এই কথা আন্দাজ করেই কি ধমক আসল শীর্ষ নেতৃত্বের কাছ থেকে? এবং এই বৈঠকের পর কি তবে অল্প হলেও প্রচারের ঝড় উঠবে পদ্ম শিবিরে? প্রশ্ন একাধিক।
{ads}