header banner

মেঘালয়ে ফের শক্তিক্ষয় কংগ্রেসের, দল ছাড়লেন দুই বরিষ্ঠ নেতা

article banner

একের পর এক ধ্বস লেগেই রয়েছে কংগ্রেস শিবিরে। মেঘালয়ে বাড়তে থাকা দিনের সাথে ক্রমশই আরও দুর্বল হয়ে পড়ছে কংগ্রেস। এবার দল ছাড়লেন মেঘালয় কংগ্রেসের দুই বরিষ্ঠ নেতা। এ নিয়ে এক পক্ষকালের মধ্যে দল ছাড়লেন মোট ১৪ জন কংগ্রেস নেতা। এঁদের মধ্যে ১২জনই বিধায়ক। এদিন যাঁরা দল ছাড়লেন তাঁরা হলেন মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি জেমস লিংডো এবং প্রাক্তন সাধারণ সম্পাদক মানস দাশগুপ্ত। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তাঁরা। যদিও কংগ্রেস ছাড়লেও, তৃণমূলে যোগ দিচ্ছেন কিনা সে ব্যাপারে মুখ খোলেননি তাঁরা। তবে সেই সম্ভাবনাই রয়েছে বলে মনে করছেন একটা বড়ো অংশের রাজনীতিবিদরা। 


মেঘালয় কংগ্রেস সূত্রের খবর, বুধবার ডেবোরা সি মারাক এবং পিএন সাইয়েমকে মেঘালয় কংগ্রেসের কার্যকরী সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। বিলকিড সাংমা, গ্রিথালসন আরেং, রজার বেনি এ সাংমা, ই ওসাকার ফির, ম্যানুয়েল বাডওয়ারকে রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হয়েছে। 

{link}
এদিন কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন দল ত্যাগী এই দুই নেতা। লিংডো বলেন, ১৯৮৮ সাল থেকে টানা ৩৩ বছর আমি কংগ্রেসে কাটালাম। রাজ্য কংগ্রেসকে শক্তিশালী করার পেছনে আমার বাবার অনেক অবদান ছিল। কিন্তু তা সত্ত্বেও ওরা আমাকে কার্যকরী সভাপতি পদ থেকে সরাতে দিল্লিতে চিঠি দিয়েছে। রাজ্য কংগ্রেসের অবক্ষয় শুরু হয়েছে। মানস বলেন, দীর্ঘ ৩৬ বছর দলকে সেবা করার পর আমি আজ থেকেই কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছেড়ে দিচ্ছি।


এই দুই বরিষ্ঠ নেতা তৃণমূলে যোগ দিলে আরও সংকটে পড়বে রাজ্য কংগ্রেস। তবে তাঁরা যে তৃণমূলে যোগ দিচ্ছেন তা স্বীকার করেননি। তৃণমূলের তরফেও এ ব্যাপারে কোনও কিছু স্বীকার করা হয়নি। তৃণমূলের একটি সূত্রের খবর, দলের গুরুত্বপূর্ণ দায়িত্বেই যাচ্ছেন এই দুই নেতা। তবে কি আসন্ন সময়ে নিজেদের শক্তি মেঘালয়ে আরও কিছুটা বাড়াতে চলেছে তৃণমূল? প্রশ্নের উত্তর দেবে সময়। 
{ads}

news politics TMC Congress Mamata Banerjee Abhishek Banerjee INC BJP CPIM West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :