header banner

রাজ্যে ফের দু দফায় শুরু হতে চলেছে দুয়ারে সরকার শিবির

article banner

রাজ্যে ফের চালু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্পের শিবির। নতুন বছরে দু দফায় ওই কর্মসূচি পালিত হবে বলে জানা গিয়েছে। এবার দুয়ারে সরকার কর্মসূচিতে আমজনতা কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন, তার নির্দেশিকা জারি করেছে নবান্ন। উল্লেখযোগ্যভাবে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পগুলিতে পুরসভা নির্বাচন-এর পূর্বে বিপুল ভিড় লক্ষ্যনীয় হয়েছিল। আবারও সেই বিপুল মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় কি না, তাই দেখার।


তৃতীয়বার ক্ষমতায় এসেই দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রতিটি পঞ্চায়েত ও পুরসভায় হচ্ছে এই শিবির। হাতের কাছের শিবিরে গিয়ে নানা প্রয়োজন মেটাচ্ছে আমজনতা। এদিন জারি হওয়া নয়া নির্দেশিকা অনুযায়ী, প্রথম দফায় ২ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় ২০ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার চলবে। ওই শিবিরে কোন কোন প্রকল্পের সুবিধা মিলবে, তাও জানানো হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে। 

{link}
জানা গিয়েছে, এবার নতুন প্রকল্প হিসেবে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, আর্টিসান ক্রেডিট কার্ড এবং ওয়েভার ক্রেডিট কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ হবে ওই ক্যাম্পে।এর সঙ্গে সঙ্গে পুরানো প্রকল্পগুলোও চালু থাকছে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, শিক্ষাশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, জাতিগত শংসাপত্র, তফশিলি বন্ধু, জয় জোহার, কৃষক বন্ধু, কিষান ক্রেডিট কার্ডের সুবিধাও মিলবে। এছাড়া, ১০০ দিনের কাজ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, ব্যাকিং সংক্রান্ত, আধার সংক্রান্ত কাজ, মিউটেশন সংক্রান্ত কাজও হবে। এবার দুয়ারে সরকারে শিবিরে কারিগরি শিক্ষা দফতরের তরফে একটি নয়া অ্যাপও যুক্ত করা হয়েছে। নাম দেওয়া হয়েছে আমার কর্মদিশা। এই অ্যাপের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে প্রতি মাসে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। 

{link}
ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দুয়ারে সরকার প্রকল্প। এবার তাতে যোগ করা হয়েছে নয়া সুবিধা। প্রত্যাশিতভাবেই দিন দিন যে ওই প্রকল্পের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, তা বলাই বাহুল্য। এখন করোনা পরিস্থিতির উপর লক্ষ্য রেখে ভিড় নিয়ন্ত্রন করাটাও সরকারের কাছে একটা বড়ো চ্যালেঞ্জ হয়ে থাকবে। 
{ads}

news politics TMC Duare Sarkar Camp Kanyasheree Lakhsmir Vandar Mamata Banerjee West Bengal India দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ

Last Updated :