header banner

পুজোর পরেই ফের ঘাসফুলে ফিরছেন রাজীব?

article banner

ভোটের পূর্বে নিজের পদক্ষেপের কারনেই ভাবমূর্তী ক্ষয় হয়েছিল অনেকটাই। কিন্তু বর্তমানে পরীক্ষায় উতরে গিয়েছেন। যার ফলে সম্ভবত আবারও নাম উঠে গিয়েছে তৃণমূল নেত্রী গুডবুকে। তবে কি এবার ফের ঘরে ফেরার পালা? দুর্গাপুজোর পরেই তৃণমূলে ফিরতে চলেছেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন দলবদলু নেতানেত্রী। এমনটাই জল্পনা শুরু হয়েছে বঙ্গের রাজনৈতিক মহলে। দল যে তাঁকে ফেরাচ্ছে, তার আঁচ আগেই পেয়ে গিয়েছেন রাজীব। তৃণমূলের একটি সূত্রের খবর, সেই কারণেই গোপনে ত্রিপুরা হাজির হয়ে গিয়েছেন রাজীব। দলে ফিরলে রাজীবকে ত্রিপুরার দায়িত্ব দেওয়া হতে পারে। এখন সামনে ত্রিপুরা জয় করাই একটা বড়ো লক্ষ্য ঘাসফুল শিবিরের।

{link}
একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি ছিলেন রাজ্যের মন্ত্রী। ‘হাওয়া’ বুঝে তিনি যোগ দেন বিজেপিতে। চাটার্ড বিমানে করে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের হাত থেকে পদ্ম-নিশান হাতে তুলে নেন রাজীব। এর পর রাজীব ডোমজুড়েই পদ্ম-প্রার্থী হয়ে যান। সেই বিধানসভা কেন্দ্রে তার প্রতিপক্ষ হন তারই এক সময়ের সঙ্গী কল্যান ঘোষ। এর আগের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেলেও, পদ্ম-প্রতীকে দাঁড়িয়ে গোহারা হারেন রাজীব। তাঁর দলও আহামরি কোনও ফল করেনি। প্রত্যাশিতভাবেই মোহভঙ্গ হয় রাজীবের। এর পরেই তৃণমূলওয়াপসির সলতে পাকানোর কাজ শুরু করে দেন রাজীব। তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়িতে গিয়ে দেখা করেন। তৃণমূলের আর এক নেতা পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগের খবর পেয়েও ছুটে যান রাজীব। নিন্দুকদের মতে, এর উদ্দেশ্যও ছিল ‘আমি তোমাদেরই লোক’-এহেন একটা বার্তা তৃণমূল নেতৃত্বকে দেওয়া। সম্প্রতি রাজীব চলে গিয়েছেন ত্রিপুরা। সংগঠনের কাজে এখন সেখানেই ঘাঁটি গেড়ে রয়েছেন তৃণমূলের বেশ কয়েকজন নেতানেত্রী। তৃণমূল সূত্রে খবর, গত কয়েক মাস ধরে রাজীব তৃণমূল সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য করেননি। বিজেপির সঙ্গে তাঁর সখ্যতায়ও ভাঁটার টান। তাই তাঁকে দলে ফেরাতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। ঘাসফুল শিবির সূত্রে খবর, পুজোর পরেই রাজীব সহ বেশ কয়েকজনকে ফেরানো হবে দলে।

{link}
কিন্তু এতে কিছুটা হলেও ক্ষয় পেতে পারে রাজ্যের শাসক শিবিরের ভাবমূর্তী বলেও মনে করছেন রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞেরা। কিন্তু ঐ যে বলে, রাজনীতিতে সবই হয়, সব কিছুই সম্ভব। 
{ads}

news politics Rajib Banerjee Mamata Banerjee TMC BJP রাজনীতি সংবাদ

Last Updated :