header banner

শুক্রবারই প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভাবনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের

article banner

দামামা বেজে গেছে কলকাতা পুরোভোটের লড়াইয়ের। জারি হয়েছে বিজ্ঞপ্তি, হয়ে গেছে ঘোষনা। অর্থাৎ এবার কোমর বেঁধে লড়াইয়ে নামার পালা। শুক্রবারই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ন দলীয় কর্মসূচী সম্পূর্ন করে এদিনই কলকাতায় ফিরেছেন তিনি। ফিরেই দলের তৈরি করা প্রার্থী তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়ার পরেই কার্যত শিলমোহর পড়বে প্রতিটা নামের পাশে। তৃণমূল সূত্রে খবর, তার পরেই শুক্রবার সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করবেন তিনি। 

{link}
গত কয়েক বছর ধরে সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীদের প্রথম গুগলিটা দেন তৃণমূল নেত্রী। একুশের বিধানসভা নির্বাচনেও সেই ছবি দেখা গিয়েছিল। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীদের চমকে দিয়েছিলেন মমতা। বিরোধীরা যখন প্রার্থীর নাম নিয়ে ভাবনা চিন্তা করতে থাকেন, তখন রীতিমতো কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছিলেন তৃণমূল নেতারা। এবারও তাই সবার প্রথমে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন মমতা। আগামিকাল, শুক্রবারই দিনের আলো দেখতে পারে ওই প্রার্থী তালিকা।


কলকাতা পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২০১৮ সালে। তার আর ভোট হয়নি। তার আগের নির্বাচনে পুরসভার ১৪৪টি আসনের মধ্যে ১২৪টিতে জয় পায় তৃণমূল। সেবার সিপিএম পেয়েছিল ১৩টি আসন। ৫টি আসন পেয়ে বিজেপি হয়েছিল তৃতীয়। আর দুটি মাত্র আসন পেয়ে কোনওক্রমে অস্তিত্ব টিকিয়ে রেখেছিল কংগ্রেস। তবে পুরসভার সবকটি আসনেই জিততে চায় তৃণমূল। তাই মাস কয়েক আগেই সার্ভে করে নিয়েছে ইলেকশন স্পেশালিস্ট প্রশান্ত কিশোরের টিম। তার ভিত্তিতেই তৈরি হয়েছে প্রার্থী তালিকা। সূত্রের খবর, ১৪৪টি আসনের মধ্যে ১৪০টি আসনেই চূড়ান্ত হয়ে গিয়েছে প্রার্থীর নাম। সেই মতো তৈরি হয়েছে তালিকাও। চারটি আসনে এখনও প্রার্থীর নাম ঠিক হয়নি বলে তৃণমূল সূত্রে খবর। এই চার আসনে তৃণমূলের চার মহারথী অতীন ঘোষ, ফিরহাদ হাকিম, দেবব্রত মজুমদার ও দেবাশিস কুমারকে প্রার্থী করা হতেও পারে বলেও তৃণমূলের একটি সূত্রের খবর। তবে এক ব্যক্তি এক পদ নীতি মেনে তাঁদের মনোনয়ন দেওয়া হবে কিনা, তা বলবে সময়।

{link}
কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবারের পুরভোটের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির। শেষ বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের কারনে এখন আত্মবিশ্বাস কার্যত তুঙ্গে রয়েছে দলের প্রতিটা কর্মীর। তাদের প্রথম স্থান প্রায় নিশ্চিত। তবে কলকাতার বেশ কয়েকটি কাজ না হওয়ার কারনে সেইখানকার একটা বড়ো অংশের মানুষ চটে রয়েছেন শাসক শিবিরের উপর। এই অংশের মানুষের ভোটগুলি কোন পক্ষে পড়বে তার উপরেও অনেকটা নির্ভর করছে ফলাফল। 
{ads}

news politics TMC Mamata Banerjee election corporation election Kolkata Corporation CPIM BJP West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :