header banner

শান্তিপুরে নদীপাড় ভাঙনের খবর প্রকাশের পরেই ঘটনাস্থল প্রদর্শনে বিধায়ক, আশ্বাস পাশে থাকার

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ গতকালই প্রকাশ্যে এসেছিল নদীয়ার শান্তিপুরে নদীবাঁধ ভাঙনের খবর। যার কারনে রীতিমতো ভিটে-মাটি হারানোর আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন ওই এলাকার সাধারন মানুষেরা। সংবাদমাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন সরকারের কাছ থেকে। খবরের জেরে নড়েচড়ে বসলেন বিধায়ক। আজ সকালেই গঙ্গার পার গুলির ফাটল পরিদর্শনে গেলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।

{link}

গতকাল শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্টিমার ঘাট ও গোবর চোর এলাকায় গঙ্গার পাড় গুলিতে নতুন করে ফাটল দেখা দেয়, যার কারণে আবারো মাথার ঘুম উড়ে যায় গঙ্গার তীরবর্তী এলাকার সাধারণ মানুষের। গতকাল এই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। মঙ্গলবার সকালে ওই এলাকায় গঙ্গার ফাটল পরিদর্শনে যান তিনি, খতিয়ে দেখেন গঙ্গার পাড় গুলির ফাটল। ফাটল পরিদর্শনের মধ্যে দিয়ে বিধায়ক জানান এর আগে মুখ্যমন্ত্রীর কাছে তিনি শান্তিপুরের সবথেকে বড় সমস্যা গঙ্গা ভাঙ্গন তা তুলে ধরেছিলেন সেইমতো মুখ্যমন্ত্রী আশ্বাসও দিয়েছিলেন বিষয়টি দেখে দেবেন। কিন্তু ধাপে ধাপে যেভাবে গঙ্গার তীরবর্তী এলাকায় এবং গঙ্গার পাড় গুলিতে ফাটল দেখা দিচ্ছে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করছে ওই এলাকার মানুষের মধ্যে।

{link}

গঙ্গার তীরবর্তী এলাকার মানুষের দাবি, অবিলম্বে প্রশাসন যেন গঙ্গার পাড় গুলি পাকাপোক্তভাবে বাঁধানো ব্যবস্থা করে। না হলে আগে যেমন বিঘা বিঘা চাষের জমি গঙ্গাবক্ষে তলিয়ে গেছে তেমন ভিটে বাড়ি ছাড়া হতে হয়েছে বহু পরিবারকে না হলে আবারো বিপদের আশঙ্কা তারা দেখতে পাচ্ছেন। যদিও বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তাদের পাশে সবসময় থাকবে বলে জানান, এবং দ্রুততার সাথে গঙ্গার ভাঙন যেন রোধ করা যায় সেই নিয়ে উচ্চতর প্রশাসনের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি। এখন কতো দ্রুত সমস্যার সমাধান হয়, তাই দেখার বিষয়। 

{ads}

news politics TMC Shantipur MLA Brajakishore Goswami river Ganga West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :