header banner

পুরসভা নির্বাচনে মেলেনি টিকিট, দলবদল অব্যাহত বঙ্গ রাজনীতিতে

article banner

পশ্চিমবঙ্গের রাজনীতি আর দলবদল, দুটি কথা যেন বর্তমান সময়ে সমান্তরাল হয়ে উঠেছে। এই পরিবর্তনের খেলা যেন থামতেই চাইছেনা। বিধানসভা নির্বাচনের পর পুরসভা নির্বাচনেও অব্যাহত এই একই ছবি। টিকিট না পাওয়ার কারনে ফের প্রকাশ্যে দলবদলের খেলা। তৃণমূলের প্রার্থী তালিকায় ঠাঁই না পেয়ে কংগ্রেসে ফিরলেন আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ তথা বোরো চেয়ারম্যান গুলাম সারওয়ার, তিনি যে কংগ্রেসের ফেলেছেন তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন গোলাম। 

{link}
প্রায় এক যুগ আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সারোয়ার কনসোল পুরো নির্বাচনে পরপর দুবার জাফর টিকিটে জয়ী হন গোলাম। দেওয়া হয় মেয়র পরিষদ এর দায়িত্ব। ২২ শে জানুয়ারি আসানসোল পুরসভার ভোট এজন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস ওই তালিকায় জায়গা হয়নি গোলামের গারমেজের। তৃণমূল ছেড়েছেন তা জানাতে দ্বিধা করেননি গোলাম পুরনো দলে ফিরে খবর দেন ঘরে ফিরে ক্ষমতায়ন তৃণমূলের বিরুদ্ধে পরীক্ষার্থী কোন ভুল করলে ভুল করলে তাকে ফেল করানো হয়। কিন্তু বিনা কারণে কাউকে এভাবে ফেল করানো যায় না অর্থাৎ অর্থাৎ পুরো নির্বাচনের কোনো কারণ ছাড়াই তাকে টিকিট দেওয়া হয়নি বলে গোলামের অভিযোগ কারণেই তিনি দল ছেড়েছেন।

{link}
এদিন বানপুর আই এন টি টি আই এন টি ইউ সি এর কার্যালয় থেকে আসানসোল পুরভোটের কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রথম দফায় ৫০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় বাকি ওয়ার্ডগুলোতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। 
গোলাম টিকিট পাবেন বলেই কংগ্রেসের একটি সূত্রের খবর। তবে তা নিয়ে কংগ্রেসের মধ্যেই শুরু হয়েছে দ্বন্দ্ব। কারণ যদি টিকিট পায় যে তার পরে গুলাম যে তৃণমূলের ফিরে যাবেন না তার কোন নিশ্চয়তা নেই বলে কংগ্রেসের একাংশের দাবি। তাই গোলামকে টিকিট দেওয়ার ব্যাপারে দলীয় নেতৃত্বের দুবার ভাবনা চিন্তা করা উচিত বলেও মনে করেন কংগ্রেসের একটি অংশ। এখন দলের শীর্ষ নেতৃত্ব মারফৎ টিকিট নিয়ে ভোটে লড়াই করার টিকিট তার কপালে জোটে কি না, তাই দেখার বিষয়। 
{ads}

news politics TMC Trinamool Congress Congress Asansole corporation election West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :