কল্যাণ তরজা অব্যাহত রাজনৈতিক মহলে। এবার কল্যাণ কে সরিয়ে দেওয়ার দাবিতে ফ্লেক্স পড়ল হাওড়ার ডোমজুড়ে। ফ্লেক্সকাণ্ডের জল গড়িয়েছে হাওড়ার বাঁকড়া অবধি! অভিষেক বিতর্কে জড়ানোয় তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিন কয়েক আগে ফ্লেক্স টাঙানো হয়েছিল শ্রীরামপুরে। একের পর এক ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূলের নেতৃত্বেরা। কল্যাণ এই কেন্দ্রেরই সাংসদ। এবার ওই একই ফ্লেক্স পড়ল হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায়। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব।
{link}
বাঁকড়া এলাকাটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেই অর্থে কল্যাণ এই অঞ্চলেরও সাংসদ। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন বাঁকড়া ১ ও ২ নম্বর পঞ্চায়েতের হাওড়া-আমতা রোডের ধারে টাঙানো হয়েছে একাধিক ফ্লেক্স। ওই ফ্লেক্সে লেখা হয়েছে, আর নয় কল্যাণ। সাংসদকে উদ্দেশ্য করে অশোভন মন্তব্যও করা হয়েছে ফ্লেক্সে। বলা হয়েছ, আর নয় কল্যাণ। এর পাশাপাশি তাকে নেশাখোর, চরিত্রহীন এবং তোলাবাজ বলা হয়। তবে কে বা কারা এই ফ্লেক্স টাঙিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দিন কয়েক আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুতো ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। তার পরে পরেই শ্রীরামপুরে পোস্টার পড়ে। এবার পড়ল ডোমজুড়েও। এই ডোমজুড় এলাকার বিধায়ক ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপি ঘুরে তিনি যখন তৃণমূলে ফিরতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করেন, তখন যাঁরা সব চেয়ে বেশি বাধা দিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম কল্যাণ। স্থানীয়দের একাংশের মতে, এটা তারই মধুর প্রতিশোধ নয় তো!
{link}
বর্তমান সময়ে বঙ্গ রাজনীতির অন্যতম আলোচিত বিষয় অভিষেক ও কল্যাণ তরজা। যার পিছনে অন্যতম মূল কারন রাজীব ব্যানার্জি। শেষ পর্যন্ত কোন জল, কতদূর পর্যন্ত গড়ায় সেটাই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল। তবে লড়াই যে আসন্ন সময়ে আরও জটিল হতে চলেছে তাও স্পষ্ট।
{ads}