header banner

আগরতলা পুরসভায় নিরঙ্কুশ জয় পেল শাসক শিবির বিজেপি, অভিনন্দন জানালেন শুভেন্দু

article banner

বেশ জমাটি লড়াইয়ের পর আজ ত্রিপুরা পুরসভায় প্রকাশিত হল নির্বাচনের ফলাফল। আগরতলা পুরসভায় নিরঙ্কুশ জয় পেল শাসক শিবির বিজেপি। বামেদের পিছনে ফেলে ১৩টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এল তৃণমূল। পুরভোটে জয়ে জন্য বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।


এদিন ৩৩৪টি ওয়ার্ডের ফল প্রকাশিত হবে। প্রতিটি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি। যদিও সব আসনে প্রার্থী দিতে পারেননি বিরোধীরা। তবে ভোট হওয়ার আগেই বিজেপি জয়ী হয়েছে ১১২টি আসনে। ওই আসনগুলিতে ভোটই হয়নি। ভোট হয়েছে ২২২টি আসনে। লড়াইয়ের ময়দানে ছিলেন ৭৮৫জন প্রার্থী। 

{link}
সূত্রের খবর, আগরতলা পুরসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। ওই পুরসভায় ১৩টি আসনে বামেদের পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বামেরা। পুরসভা ভোটে জয়ের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। টুইট করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বিরোধী দলনেতা। টুইটে তিনি লেখেন, পুরসভা ভোটে বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য হার্দিক অভিনন্দন। পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত দল তৃণমূলকে পরাস্ত করার জন্য ত্রিপুরার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। 

{link}
পুরসভার ভোট নিয়ে একাধিকবার অশান্ত হয়েছে বিজেপি শাসিত ত্রিপুরা। বিপ্লব দেবের রাজ্যে জয়ের মুখ দেখতে মাটি কামড়ে পড়েছিলেন প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের কন্যা তৃণমূলের সুস্মিতা দেব। এ রাজ্যের একাধিক নেতা ডেইলি প্যাসেঞ্জারি করেছেন কলকাতা-ত্রিপুরা। ভোটের প্রচারে বেরিয়ে অশান্তির সম্মুখীনও তাঁদের হতে হয়েছে। তার পরেও বিপ্লব দেবের রাজ্যে ‘বিপ্লব’ ঘটাতে ব্যর্থ তৃণমূল। এখন শুধু সেখানে পা ফেলতে সক্ষম হয়েছে ঘাসফুল শিবির।
{ads}

news politics Tripura Agartala Biplab Deb corporation election Suvendu Adhikari West Bengal India রাজনীতি ত্রিপুরা সংবাদ

Last Updated :