header banner

পয়লা নভেম্বর ত্রিপুরায় পুরসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল

article banner

দিনক্ষন ঘোষনা সম্পূর্ন। এবার শক্তি পরখ করে নেওয়ার পালা। ত্রিপুরায় ঠিক কতোটা মজবুত সংগঠন গড়তে পেরেছে তৃণমূল? জানা যাবে কয়েকদিনের মধ্যেই। আসছে পয়লা নভেম্বর প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। আগরতলা পুরনিগমের আসন সংখ্যা ৫১টি। আজ, বুধবার ৩৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে ত্রিপুরা সিপিএম। নভেম্বরের পয়লা তারিখে সব কটি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 


চলতি বছরের নভেম্বরেই পুরসভার ভোট ত্রিপুরায়। ২৫ নভেম্বর আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ ত্রিপুরায় ২০টি পুরসভার ভোটগ্রহণ। ভোটের ফল বের হবে ২৮শে নভেম্বর। ত্রিপুরায় জেলা রয়েছে ৮টি। পুরসভা ২০টি। এই ২০টি পুরসভার ৩৩৪টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। ভোট দেবেন ৫ লক্ষ ৯৪ হাজার ৭৭২জন। 

{link}
ত্রিপুরার এই পুরসভার ভোটই বিজেপি এবং তৃণমূলের কাছে বিরাট চ্যালেঞ্জ। ত্রিপুরার ক্ষমতায় রয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাই গেরুয়া নেতৃত্বের কাছে পুরসভার রাশ হাতে রাখাটা জরুরি। কারণ ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগেই হচ্ছে পুরসভা নির্বাচন। সিংহভাগ পুরসভার রাশ হাতে না পেলে বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়তে পারে বিজেপি।

{link}
ত্রিপুরার এই পুরভোট সমান গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছেও। কারণ ত্রিপুরায় এবার জোরদার লড়াই দিতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। বাঙালি অধ্যুষিত ত্রিপুরার রাশ পেতে ঝাঁপিয়ে পড়েছে জোড়াফুল শিবির। তাই তাদের কাছে এই পুরসভা নির্বাচনই অ্যাসিড টেস্ট।


এমতাবস্থায় দক্ষ হাতেই প্রার্থী বাছাই করছেন তৃণমূলের ভোট ম্যানেজারেরা। তৃণমূল সূত্রে খবর, সব আসনের জন্যই প্রার্থীদের নাম এসে গিয়েছে। চলছে বাছাইপর্ব। বাছাইপর্ব শেষ হলেই পয়লা নভেম্বর ঘোষণা করা হবে প্রার্থী তালিকা। এখন দেখার, কাদের ঠাঁই হয় তৃণমূলের প্রার্থী তালিকায়। সেই প্রার্থী তালিকায় কি কি চমক থাকে তাও লক্ষ্যনীয় বিষয় হবে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গবাসীর কাছে। 
{ads}

news politics Tripura TMC BJP CPIM Biplab Deb Mamata Banerjee Corporation election West Bengal India রাজনীতি ত্রিপুরা সংবাদ

Last Updated :