header banner

দলে সৌমিত্রের বিকল্প খোঁজা শুরু বিজেপির ?

article banner

কয়েকদিন আগেই ফেসবুকে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন সৌমিত্র খাঁ। দলের বিরুদ্ধে এহেন বেঁকে বসা ঠিক ভালো চোখে মেনে নেয়নি দলের শীর্ষ নেতৃত্ব। এবার যুব মোর্চার পদ থেকে সৌমিত্র খাঁকে সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল! বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই তাঁর বিকল্প খোঁজা শুরু হয়ে গিয়েছে। তিন নেতার নামও ঠিক হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সম্মতি মিললেই সরানো হবে সৌমিত্রকে? তবে তার ভবিষ্যৎ? সেক্ষেত্রে তাঁকে দেওয়া হবে রাজ্যের কোনও একটি পদ। কিন্তু তিনি কি আদৌ তা মেনে নেবেন?  

{link}
মন্ত্রিত্ব না পেয়ে ক্ষোভ উগরে দেন বিজেপির রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁ। দলীয় পদে ইস্তফা দেন তিনি। ঘণ্টা পাঁচেক পরে পদত্যাগপত্র ফিরিয়েও নেন। সেই সঙ্গে ফেসবুকে লাইভ করে দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভও উগরে দেন সৌমিত্র। বিশেষ করে সৌমিত্রের নিশানায় ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পর থেকে দলের বিরাগভাজন হন বাঁকুড়ার সাংসদ। তাঁকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়। সৌমিত্র একা নন, শোকজের নোটিশ ধরানো হয় দলেরই প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং অমৃতা বন্দ্যোপাধ্যায়কেও। সেই থেকেই দলের অন্দরে জ্বলছে ক্ষোভের আগুন।

{link}
সৌমিত্রকে কেবল শোকজের নোটিশ ধরিয়েই ক্ষান্ত থাকেননি দলীয় নেতৃত্ব, তাঁকে সরানোর তোড়জোড়ও চলছে বলে বিজেপি সূত্রে খবর। তাঁকে সরিয়ে কাকে ওই পদে বসানো হবে, তা নিয়েও শুরু হয়ে গিয়েছে ভাবনাচিন্তা। গেরুয়া শিবির সূত্রে খবর, ইতিমধ্যেই তিনজনের নামও উঠে আসছে সৌমিত্রের জায়গায় অভিষিক্ত করার জন্য। এঁরা হলেন রানাঘাটের বিধায়ক মুকুটমণি অধিকারী, পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং ময়নার বিধায়ক অশোক দিন্ডা। তবে এঁদের মধ্যে মূল লড়াই বিমানের সঙ্গে অশোকের। কারণ, বিমান দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুগামী। আর অশোক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এখন দেখার, শেষমেশ কে অলঙ্কৃত করেন সৌমিত্রের পদ। 
এখন যে দিকে জল গড়াচ্ছে, সেই থেকে স্পষ্ট যে সৌমিত্র খাঁ কি সিদ্ধান্ত নেবেন তা এখনও স্পষ্ট নয়। তার সেই দলের বিরুদ্ধে করা লাইভের পরেই দিলীপ ঘোষ বলেছিলেন দরজা খোলা আছে। তবে কি সেই পথেই হেঁটে পদত্যাগ করে ঘাসফুলে যোগদান করবেন তিনি? তার স্ত্রী এখন তৃণমূলেই রয়েছে। কিন্তু সেক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতে পারে নৈতিকতা। 
{ads}

news politics West Bengal BJP Dilip Ghosh Soumitra Khan TMC সংবাদ রাজনীতি সৌমিত্র খাঁ

Last Updated :