header banner

#ResignDilipGhosh- টুইটে ফের বিস্ফোরক তথাগত রায়

article banner

একের পর এক টুইট আর তাতেই বিতর্ক পিছু ছাড়ছেনা বিজেপি নেতা তথাগত রায়ের। ফের বিস্ফোরক টুইট করে বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। বর্ষীয়ান এই বিজেপি নেতা হ্যাস ট্যাগ রিজাইন দিলীপ ঘোষ বলে টুইট করেছেন। তার পরেই উঠছে সেই বিতর্কিত প্রশ্ন, তাহলে কি দিলীপ ঘোষের পদত্যাগ চাইছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল? সরাসরি সেই ইঙ্গিতই তো করছেন তিনি। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত তথাগতের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এর পাশাপাশি মুখ খোলেননি দিলীপ ঘোষও। 

{link}
বিজেপি নেতা তথাগথের সঙ্গে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সম্পর্ক যে অম্লমধুর তা অজানা নয় বঙ্গের রাজনৈতিক মহলে। একুশের ভোটে দলের বিপর্যয়ের পর সে সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। অথচ এই ভোটেই বাংলাকে পাখির চোখ করেছিলেন বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির অন্য কেন্দ্রীয় নেতারা ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলা দখলে। ইচ্ছা ছিল ঘাসফুল ছেঁটে বাংলায় পদ্মফুল রোপন করা। সোনাম বাংলার গড়ার বিজেপির সেই স্বপ্ন রয়ে গেছে অধরাই।  
দলের হাঁড়ির হাল হওয়ায় বিজেপিতে সবার আগে যিনি সরব হয়েছিলেন, তিনি মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সেই সময় দিলীপ ঘোষের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বকেও একহাত নিয়েছিলেন তিনি। একের পর এক প্রশ্নবাণ নিক্ষেপ করেছিলেন দলের শীর্ষ নেতৃত্বের দিকে। যাঁদের টিকিট দেওয়া হয়েছিল, তাঁদের টিকিট পাওয়ার ‘যোগ্যতা’ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। এসব ব্যাপারে তথাগতের মতামত জানতে তাঁর সঙ্গে কথা বলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার পরেও তথাগতের রোষ  যে প্রশমিত হয়নি, তার প্রমাণ মেলে এদিনের টুইটে। ওই টুইটে তিনি লেখেন, হ্যাস ট্যাগ রিজাইন দিলীপ ঘোষ(#ResignDilipGhosh) 

{link}
এর পরেও অবশ্য তথাগতের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নিতে রাজি নন বিজেপি নেতৃত্ব। তাঁদের বক্তব্য, তথাগত বর্ষীয়ান রাজনীতিবিদ। তাই তাঁর ক্ষেত্রে যা করা হবে, তা অত্যন্ত ভেবেচিন্তে। এখন দেখার, বেলাগাম তথাগতকে রুখতে কোন লাগাম পরান বিজেপি নেতৃত্ব! এবং তার এই পদক্ষেপকে যে বিজেপির শীর্ষ নেতৃত্ব যেমন দিলীপ ঘোষের মতো নেতারা সহজ ভাবে মেনে নেবেন সেই কথাটাও ধরে নেওয়া ভুল হবে। তবে দলের কাজে যে তথাগত বাবু খুশি নন, সেই কথা স্পষ্ট। 
{ads}

news politics bjp tmc Dilip Ghosh Tathagata Ray Tweet West Bengal India সংবাদ রাজনীতি দিলীপ ঘোষ তথাগত রায়

Last Updated :