header banner

"যেই দেশেই হোক না কেন এধরনের ঘটনা কখনই মেনে নেওয়া যায় না"

article banner

অশান্ত বাংলাদেশ। শনিবার তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে তীব্র আক্রমণ করে। তারা প্রতিবেশী বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার জন্য কার্যকর ভূমিকা পালন করতে এবং নীরব দর্শক না থাকার আহ্বান জানায় তৃণমূল কংগ্রেস। এর মধ্যেই মঙ্গলবার শিলিগুড়িতে বাংলাদেশের কুমিল্লার নোয়াখালিতে ধর্মীয় পীঠস্থানে দুষ্কৃতীদের হামলার ঘটনায় এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র  রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক।  বাংলাদেশের ঘটনায় আমরা চিন্তিত। ওই ধরনের ঘটনা যেখানেই হোক না কেন, যেই দেশেই হোক না কেন কখনই মেনে নেওয়া যায় না। কোচবিহার থেকে দিল্লি যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন ।  তিনি আরও বলেন, কেন্দ্র সরকার সীমান্ত সুরক্ষাকে আরও সুনিশ্চিত করার জন্য এবং দেশের অন্তবর্তী সুরক্ষাকে ঢেলে সাজানোর জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমগ্র বাংলা জুড়ে ইন্দো-বাংলাদেশ সীমান্ত রয়েছে। আর সেটাকে সুনিশ্চিত করতে ওই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয় অসম, উত্তর-পূর্ব ভারতের প্রায় প্রত্যেকটি রাজ্য এবং রাজস্থান, গুজরাটেও বিএসএফের কার্যকারীতার সীমানা বাড়ানো হয়েছে। এতে তৃণমূলের নেতারা কেন ভয় পাচ্ছে সেটাই অবাক হওয়ার বিষয়।

{link}

news politics communal disturbance Nishith Pramanik BJP TMC Bangladesh West Bengal India Chaos

Last Updated :