header banner

তৃণমূলের সঙ্গে এখন কোনও সাধারণ মানুষ নেই, রয়েছে শুধু চিহ্নিত কিছু দুষ্কৃতী-শুভেন্ধু

article banner

তৃণমূলের সঙ্গে এখন কোনও সাধারণ মানুষ নেই। রয়েছে শুধু চিহ্নিত কিছু দুষ্কৃতী। আজ, রবিবার এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। এদিন প্রয়াত এক দলীয় নেতার বাড়িতে যান শুভেন্দু। সেখানেই করেন ওই মন্তব্য। তিনি মনে করিয়ে দেন, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের পাড় থেকে উদ্ধার হয় বিজেপি নেতা তপন খাটুয়ার দেহ। তাঁর পরিবারকে সমবেদনা জানাতেই এদিন গিয়েছিলেন শুভেন্দু।

{link}
 মমতাকে নিশানা করে তিনি বলেন, তপন খাটুয়ার পরিবার এলাকায় বিজেপি পরিবার হিসেবে চিহ্নিত। ঊনিশের লোকসভার পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনেও এই পরিবার বিজেপির হয়ে কাজ করেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশমন্ত্রীও। শুভেন্দু বলেন, কয়েকদিন আগে এই নেতার দেহ উদ্ধার করা হলেও, এখনও পর্যন্ত অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেনি প্রশাসন। ৩ অগষ্ট মঙ্গলবার এগরা ১ নম্বর ব্লকের কসবা অঞ্চলের হরিচক এলাকার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের তপনের দেহ উদ্ধার হয় একটি পুকুর থেকে। সকালে খেতে কাজ করতে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন দেহটি পুকুরে ভাসতে দেখেন।

 {link}
খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করা হয়। যেদিন দেহ উদ্ধার হয়, তার আগের দিনই নিখোঁজ হয়ে গিয়েছিলেন প্রয়াত তপন খাটুয়া। বিজেপির দাবি, তপন একজন সক্রিয় নেতা ছিলেন। তিনি এলাকার বুথ কমিটিতেও ছিলেন। তাই তাঁকে খুন করা হয়েছে। বিজেপির অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।শুবেন্দুর এই  অভিযোগে কোন রকম আমল দেয়নি তৃণমূল,
{ads]

news politics death BJP TMC Murder Mamata Banerjee Subendhu Adhikary West Bengal India

Last Updated :