উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। চলতি মাসের ৩০ তারিখে ভোট হবে ভবানীপুর সহ রাজ্যের তিন বিধানসভা আসনে। এর মধ্যে দুটি কেন্দ্রে হচ্ছে নির্বাচন। আর ভবানীপুরে হচ্ছে উপনির্বাচন। ভবানীপুরে মুখ্যমন্ত্রীর জয় নিশ্চিত করতে কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে নামছে তৃণমূল। উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তৃণমূলের ভোট ম্যানেজারেরা। যেহেতু বড় ধরণের সভা-সমাবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা, তাই অল্প লোক নিয়ে ছোট ছোট সভা করে ভোট বৈতরণী পার হতে চাইছে তৃণমূল। মুখ্যমন্ত্রীকে দিয়ে ভার্চুয়াল সভা করানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে একটি অসমর্থিত সূত্রের খবর।
{link}
চলতি মাসের ৩০ তারিখে ভোট হবে ভবানীপুরে। তার সাথেই ভোট রাজ্যের তিন বিধানসভা আসনে। এর মধ্যে দুটি কেন্দ্রে হচ্ছে নির্বাচন। আর ভবানীপুরে হচ্ছে উপনির্বাচন। একুশের বিধানসভা নির্বাচনে চোখ ধাঁধানো ফল করে তৃণমূল। তবে নন্দীগ্রামে হেরে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই নির্বাচনে মমতার প্রধান প্রতিপক্ষ ছিলেন তাঁরই পূর্বতন সতীর্থ বিজেপির শুভেন্দু অধিকারী। ওই নির্বাচনে হাজার দুয়েক ভোটে হেরে যান মমতা। ভোটের ফলে সন্তুষ্ট না হয়ে আদালতের শরণ নেন তিনি। কলকাতা হাইকোর্টে বিচার চলছে ওই মামলার।
{link}
নিয়ম অনুযায়ী, মন্ত্রী পদে থাকতে গেলে ভারতীয় সংবিধান অনুযায়ী ছ মাসের মধ্যে রাজ্যের কোনও একটি আসন থেকে জিতে আসতে হবে তাঁকে। সেই কারণেই ভবানীপুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মমতা। ওই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলেরই শোভনদেব চট্টোপাধ্যায়। দলনেত্রী দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় বিধায়ক পদে ইস্তফা দেন তিনি। এই কেন্দ্রে নির্বাচন হবে ৩০ সেপ্টেম্বর।
{link}
উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তৃণমূলের ভোট ম্যানেজারেরা। কোভিড পরিস্থিতির কারণে বড় ধরণের সভা-সমাবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা। তাই অল্প লোক নিয়ে ছোট ছোট সভা করে ভোট বৈতরণী পার হতে চাইছে তৃণমূল। মুখ্যমন্ত্রীকে দিয়ে ভার্চুয়াল সভাও করানো হতে পারে। অল্প কিছু কর্মী-সমর্থক নিয়ে করানো হতে পারে পদযাত্রাও। এক কথায়, এবার ভোটে মুখ্যমন্ত্রীর জয় নিশ্চিত করাই পাখির চোখ ঘাসফুল শিবিরের।
{link}
মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন। কিছুদিন আগেই ভবানীপুরের বিধায়ক শোভনদেব চ্যাটার্জী পদত্যাগ করেন। এবার সেখান থেকেই মুখ্যমন্ত্রির আসন ধরে রাখতে ভবানীপুর থেকেই লড়তে চাইছেন মমতা বন্ধ্যোপাধ্যায়।