header banner

নির্বাচন শেষ হতেই নিজেদের আসল চেহারা প্রকাশ্যে আনতে শুরু করেছে বিজেপি-সুজন

article banner

নিজস্ব সংবাদদাতাঃ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে ফের কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো বাক্যবাণ দ্বারা আক্রমন করেন নরেন্দ্র মোদীর সরকারকে। নির্বাচন শেষ হওয়ার পরেই বিজেপি কার্যত আবার নিজের আসল রূপ দেখাতে শুরু করেছে বলে মতামত প্রকাশ করেছেন সিপিআইএম-এর বর্ষীয়ান নেতা।

{link}
নির্বাচন ছিলো ভালো ছেলে হয়ে গেলো, যেদিনই নির্বাচনের ফল প্রকাশ হলো সেদিনই দাঁত-নখ বের করতে শুরু করল প্রধানমন্ত্রী। সোজাসাপ্টা এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে আক্রমন করেন তিনি। কারন উল্লেখযোগ্যভাবে শেষ পাঁচ রাজ্যে হওয়া বিধানসভা নির্বাচনে জয়লাভের পরেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েছে বিজেপি সরকার। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল সবকিছুই দাম বেড়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে বলে এখানে দাম বেড়েছে তা নয় আন্তর্জাতিক বাজারে দাম কমেছে তখনও এখানে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হয়েছে। এর পাশাপাশি রাজ্য সরকারকেও কটাক্ষ করতে ছাড়েননি বর্ষীয়ান নেতা। রাজ্য ও কেন্দ্র লুট করছে সাধারন মানুষেকে বলে মন্তব্য করেন তিনি।

{link}
উল্লেখযোগ্যভাবে এহেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়ার প্রতিবাদে আসন্ন ২৮ ও ২৯ তারিখ সাধারন ধর্মঘট ডাকা হয়েছে সিপিআইএম-এর পক্ষ থেকে। একাধিক যায়গান আন্দোলনও শুরু করেছে বামেরা। এখন তাদের এই কর্মসূচী নিত্যপ্রয়োজনীয় দ্রবের আকাশছোঁয়া দাম হওয়ায় রোধ লাগাতে পারে কি না, তাই দেখার বিষয়। 
{ads}

news politics Market Price West Bengal Sujan Chatterjee CPIM BJP সংবাদ রাজনীতি

Last Updated :