header banner

বহরমপুরে ৮ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী কে প্রচারে বাঁধা, ঘটনার কথা শুনেই হাজির অধীর

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ চলছে পুরসভা নির্বাচনের প্রচারপর্ব। সেই নিয়েই ক্রমশ উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদ ও বহরমপুরের রাজনৈতিক মহল। লড়াই মূলত কংগ্রেস ও তৃণমূলের মধ্যে, তবে লড়াইয়ের ময়দানে রয়েছে সিপিএমও। অন্যদিকে জমি ছাড়তে রাজি নয় বিজেপিও। প্রচারপর্ব কংগ্রেস প্রার্থীকে প্রচারে বাধা, সেই নিয়ে সোমবার উত্তপ্ত রাজনৈতিক মহল। খবর শোনা মাত্রই ঘটনাস্থলে ছুটলেন অধীর চৌধুরী। প্রার্থীকে লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিলেন, দিলেন লড়াই করার সাহস।

{link}
সোমবার  বিকেলে বহরমপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কংগ্রেসের মহিলা প্রার্থী মিলনী মন্ডল মহিলা কর্মীদের নিয়ে ওই ওয়ার্ডের কান্তনগর এলাকায় ভোটের প্রচার করছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতিরা মহিলাদের উপর আক্রমনের চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন অধীর বাবু ঘটনাস্থলে গিয়ে মহিলা প্রার্থীর বাড়িতে যান এবং বলেন, তার কর্মীরা যেন ভয় না পায়৷ আগামী কাল দুপুরে উক্ত এলাকায় তিনি কংগ্রেস নেতা কর্মী এবং প্রার্থীকে নিয়ে প্রচারে বের হবেন৷ তিনি হুমকির সুরে বলেন, যদি কারো ক্ষমতা থাকে তাহলে কালকের প্রচারে যেন বাধা দেয়। এতএব ভোটের আগেই যে ময়দানের হাওয়া রীতিমতো গরম হয়ে উঠেছে তা স্পষ্ট। কংগ্রেসের কাছে মূলত এটি সন্মানরক্ষার লড়াই। লড়াই শেষে তাদের মুখে জয়ের হাঁসি বজায় থাকে কি না, তাই দেখার বিষয়। 
{ads}

news politics election corporation election Adhir Ranjan Chowdhury Congress TMC election campaign West Bengal Murshidabad রাজ্য রাজনীতি

Last Updated :