header banner

পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতার রাস্তায় অভিনব প্রতিবাদ কংগ্রেসের

article banner

ধীর পায়ে বাড়তে বাড়তে সেঞ্চুরি সম্পূর্ন করেছে পেট্রোল। আকাশছোঁয়া দাম ছুঁয়েছে ১০০ টাকার গণ্ডি। রাস্তায় বেরোতে গেলেই এখন চিন্তায় পড়ছে মানুষ। বাজারে পেট্রোলের এই অগ্নিমূল্যেরই বিরুদ্ধে শহরে অভিনব প্রতিবাদ গড়ে তুলল কংগ্রেস। এদিন তাদের পক্ষ থেকে কলকাতার রাজপথে নেমে মাটির হাড়িতে করে সাধারণ মানুষের কাছ থেকে চাল ডাল ভিক্ষে করে রান্না করে তাদের বিক্ষোভ প্রদর্শশন করেন তারা। 

{link}
 কংগ্রেসের কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী এবং কংগ্রেস কর্মী সুমিত্রা নিয়োগী। তিনি এই প্রতিবাদের বিষয়ে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে জানিয়েছেন যেভাবে প্রতিনিয়ত পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে পাশাপাশি ইলেকট্রিক বিল আর বিল বেড়ে চলেছে মানুষের অবস্থা সেই কারণেই তারা এই বিক্ষোভ করছেন মানুষের মধ্যে কোনরকম অশান্তি না করে শান্তিপূর্ণ ভাবেই তারা তাদের এই অভিনব প্রয়াস চালিয়ে যাচ্ছেন পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী দিনেও তাদের এই কর্মসূচি বজায় থাকবে এবং যেভাবে তাদের সহকর্মীদের আটকে রাখা হচ্ছে তার ও প্রতিবাদ জানিয়েছেন তিনি অন্যদিকে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন তিনি যখন পেট্রোপণ্যের দাম অতিরিক্ত মাত্রায় বেড়ে চলেছে তখন কেন্দ্র সরকার নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করছে বলেও তিনি এদিন জানিয়েছেন। সরকারের এই নীরব থাকার বিরুদ্ধেই প্রতিবাদ তাদের। 

{link}

কংগ্রেস কর্মীরা তাদের এই প্রতিবাদে দাবি তুলেছেন পেট্রোলের উপর ট্যাক্স তুলে নেওয়ার। তাদের মতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার পেট্রোলের উপর থেকে ট্যাক্স তুলে নিলে অনেকটাই কমে যাবে ট্যাক্সের দাম।  স্বস্তি মিলবে সাধারন মানুষের। যদিও এহেন পদক্ষেপ দুই সরকারের থেকেই পাওয়ার ব্যাপারে বর্তমানে অনেকটাই আশা হারিয়েছে সাধারন মানুষ। 


{ads}
 

news Politics Petrol Price Hike Kolkata West Bengal Howrah Congress রাজনীতি সংবাদ

Last Updated :